রাজশাহী থেকে মুম্বাই, হুমায়ূনের সুরে গাইলেন বলিউডের মোহিত চৌহান
‘তুম সে হি’, ‘মাসাকালি’, ‘পি লু’সহ অনেক জনপ্রিয় হিন্দি গানের গায়ক মোহিত চৌহানের জন্য গান করলেন বাংলাদেশের সংগীত পরিচালক আহম্মেদ হুমায়ূন। ‘ইয়ে ওহি মোড় হ্যায়’ শিরোনামে হিন্দি গানটি গত ২৬ সেপ্টেম্বর মুম্বাইয়ের একটি স্টুডিওতে ধারণ করা হয়েছে। ভারতের অডিও ও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান টিএমআইআই থেকে অডিও ও ভিডিও আকারে প্রকাশিত হবে গানটি।
ঢালিউডের অনেক গানের সংগীত পরিচালনা করেছেন আহম্মেদ হুমায়ূন। বেশ কয়েক বছর হলো রাজশাহী শহরে স্টুডিও গড়ে সেখানেই নিয়মিত গান তৈরি করছেন তিনি।
হিন্দি গান করার ইচ্ছা থাকলেও বাস্তবে যে এত বড় শিল্পীর সঙ্গে কাজ হবে, ভাবেননি হুমায়ূন। প্রথম হিন্দি গানের সংগীত পরিচালনা করতে পরে খুশি হুমায়ূন, ‘হিন্দি গান করার ইচ্ছা ছিল। কিন্তু স্বপ্নেও ভাবিনি এত বড় তারকার সঙ্গে গান করতে পারব, আমার সংগীতে মোহিত চৌহান গান গাইবেন। সময় নিয়ে আমি গানটির সুর-সংগীত করেছি। সুর করে পাঠানোর প্রায় তিন মাস পরে কণ্ঠ দিয়েছেন মোহিত চৌহান। সত্যি কথা কি, গানটিতে কণ্ঠ না দেওয়ার আগপর্যন্ত আমার বিশ্বাস হচ্ছিল না। আমি এখন অনেক খুশি।’
কীভাবে এই শিল্পীর জন্য গান করার সুযোগ হলো জানতে চাইলে হুমায়ূন জানান, মুম্বাইয়ের গানের জগতে বেশ কয়েকজন বন্ধু আছে তাঁর। প্রায় তিন মাস আগে গানটি করার প্রস্তাব আসে তাঁর কাছে। তিনি বলেন, ‘রাজীব, মনাদাসহ বেশ কয়েকজন আমার গানের বন্ধু থাকেন মুম্বাইয়ে। গান নিয়ে তাঁদের সঙ্গে আমার অনেক বছরের পথচলা। মূলত তাঁদের সহযোগিতায় কাজটি করার সুযোগ পেয়েছি আমি।’
হুমায়ূন আরও বলেন, ‘রাজীব একদিন ফোন করে আমাকে বলল, “বন্ধু, টিএমআইআই লেভেলের জন্য মোহিত চৌহানের একটি গান করতে হবে।” প্রথমে শুনে বিশ্বাসই করতে পারছিলাম না। যাহোক, বেশ কিছুদিন সময় নিয়ে গানটি প্রস্তুত করলাম। রেকর্ডিংয়ের জন্য শুরু হলো অপেক্ষার পালা। মোহিত চৌহান অনেক ব্যস্ত শিল্পী। সিডিউল পেতে পেতে তিন মাস লেগে গেল। গত মাসের শেষের দিকে গানটির রেকর্ডিং হয়েছে। যত দূর আমি জেনেছি, গানটি শুনে প্রযোজনা প্রতিষ্ঠানটি খুশিও হয়েছে। একই প্রতিষ্ঠান থেকে আরও গান করার প্রস্তাব পেয়েছি। ভাগ্য থাকলে তাদের সঙ্গে আরও গান হতে পারে।’
হুমায়ূন আরও জানালেন, গানটি প্রকাশের সময় তাঁকে মুম্বাইয়ে যাওয়ার আমন্ত্রণও জানানো হয়েছে।
এদিকে গানটিতে কণ্ঠ দেওয়ার পর প্রশংসা করে এক ভিডিও বার্তায় মোহিত চৌহান বলেছেন, ‘গানটির সুর-সংগীত শুনেই মনে হয়েছে, এই গানটা আমার জন্য বেশ উপযুক্ত। তাই কণ্ঠ দিতে রাজি হয়েছি। আমি বরাবর কম গান গাই। কিন্তু এই গান শুনে গাওয়ার ইচ্ছা প্রকাশ করি এ কারণেই যে সুর-সংগীত শুনে বোঝা যাচ্ছিল আমাকে চিন্তা করে গানটি বানানো হয়েছে। ব্যাপারটি আমার খুব ভালো লেগেছে। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।’
জানা গেছে, চলতি মাসের শেষের দিকে কাশ্মীরের বিভিন্ন লোকেশনে গানটির মিউজিক ভিডিওর শুটিং হবে।
‘ইয়ে ওহি মোড় হ্যায়’ গানটি লিখেছেন ভারতীয় গীতিকার রবি বাসনেত।