রাজীবের লেখা ও সুরে খেয়ার কণ্ঠে ‘উড়ে যাও’

গীতিকার ও সুরকার রাজীবের লেখা সুর ও সংগীতে তরুণ কণ্ঠশিল্পী খেয়ার কণ্ঠে ‘উড়ে যাও’ গানটি প্রকাশ পেয়েছে জয়গান ব্যান্ডের নিজস্ব চ্যানেলেসংগৃহীত

নচিকেতার গাওয়া ‘তোমার সাথে যায় না’ রাজীবের লেখা সুর ও মিউজিক করা গান জি-সিরিজ থেকে প্রকাশ পেয়েছিল। এবার সেই গীতিকার ও সুরকার রাজীবের লেখা সুর ও সংগীতে তরুণ কণ্ঠশিল্পী খেয়ার কণ্ঠে ‘উড়ে যাও’ গানটি প্রকাশ পেয়েছে জয়গান ব্যান্ডের নিজস্ব চ্যানেলে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কথা প্রসঙ্গে রাজীব জানান, জয়গান ব্যান্ডটি এখন নিজেদের গানের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় স্টেজ নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছে। গানকে তুলে ধরছে। তিনি বলেন, ‘আরও ১০টি গান খেয়ার কণ্ঠে আমার সুর ও সংগীতে মিউজিক ভিডিওসহ চূড়ান্ত হয়ে আছে। গান ১০টি একে একে প্রকাশ পাবে।

কিছুদিন আগেও মাইলসের ‘ফিরিয়ে দাও’ গানের গীতিকার মাহমুদ খুরশীদের লেখা “তুমি নেই বলে” গানটি রাজীবের সুর–সংগীতে ও খেয়ার কণ্ঠে দর্শকদের প্রচুর ভালোবাসা কেড়েছে। রাজীব নিজেও মাহমুদ খুরশীদের লেখা “নিজের কাছে ফেরা” গানটিতে কণ্ঠ দিয়েছেন। খেয়ার কণ্ঠে গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে। আমিও চেষ্টা করেছি ভালো একটি গান উপহার দিতে। এখন কেমন হলো তা বিচারের ভার গানটি যাঁরা শুনবেন তাঁদের ওপর।’

রুণ কণ্ঠশিল্পী খেয়া
সংগৃহীত

নতুন গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী খেয়া বলেন, ‘এর আগে আমার কণ্ঠে কখনো রক ধরনের গান শোনা যায়নি। আমি সাধারণত ক্ল্যাসিক্যাল গাই। জয়গান রক ব্যান্ড, তাই এই ব্যন্ডে যুক্ত হওয়ার পর স্টেজ আর রেকর্ডিংয়ে রক গান গাইতে হচ্ছে এবং খুবই ভালো লাগছে দর্শকদের সাড়া পেয়ে।’
এবার রাজীবের লেখা সুর ও সংগীতে ‘উড়ে যাও’ গানটি নিয়ে ব্যান্ড জয়গান আশাবাদী। জয়গানের বেজ গিটারে রানা, কি–বোর্ডে কবির আহমেদ ও ড্রামসে বাপ্পী ইসলাম। তাঁরা বলেন, ‘গানটি বাংলাদেশের রক গানের ইতিহাসে একটি মাইলফলক সৃষ্টি করবে বলে আমরা আশা করি।’ ‘উড়ে যাও’ গানটির কথায় মানুষকে হেরে না যাওয়া, ভেঙে না পড়া ও হাল ছেড়ে না দেওয়ার উপদেশ দেওয়া হয়েছে।