বর্ষায় বাড়ছে কনসার্ট
বর্ষা মৌসুমে কনসার্ট কম থাকে। ফলে এ মৌসুমকে ‘অফ সিজন’ বলেন সংগীতশিল্পীরা। তবে এবার বর্ষায়ও রাজধানীজুড়ে নিয়মিত কনসার্ট হচ্ছে। এ মৌসুমের কনসার্টের খোঁজ নিয়েছেন নাজমুল হক
গতকাল শুক্রবার রাজধানীর গুলশান-নিকেতন অঞ্চল মুখরিত ছিল সংগীতপ্রেমীদের পদচারণে। এদিন সন্ধ্যায় ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেসিস্ট্যান্স ডে’ উপলক্ষে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ছিল কনসার্ট। এতে গান শুনিয়েছে আর্টসেল, সানি, তাশফি, র্যাপার সেজান ও র্যাপার কালেক্টিভ। এদিন হাতিরঝিলের কাছেই গুলশান-তেজগাঁও লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ‘লেটস ভাইব-অনি হাসান ফিচারিং অল স্টারস’ শিরোনামের কনসার্ট। ওয়ারফেজ ব্যান্ডের সাবেক গিটারিস্ট অনি হাসান দেশের জনপ্রিয় ব্যান্ড তারকাদের নিয়ে মঞ্চে ছিলেন। জমজমাট এ আয়োজনে দর্শকের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
৪ জুলাই তরুণ রক মিউজিশিয়ানদের নিয়ে শুরু হওয়া প্রতিযোগিতা ‘দ্য কেইজ’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে (কেআইবি) এদিন পা ফেলার জায়গা ছিল না। এই প্রতিযোগিতা জয় করে চ্যাম্পিয়ন হয়েছে রকসল্ট।
রকসল্ট ছাড়াও ফাইনালের আরও পাঁচ ব্যান্ড—নাইন, ইডেন’স গার্ডেন, কারনেশন, ডোপামিন ও ডাস্ক অ্যান্ড ডন পারফর্ম করে। এসব ব্যান্ডের সঙ্গে পারফর্ম করে ওয়ারফেজ, অ্যাভয়েড রাফা ও একে রাহুল।
১১ জুলাই বনানীর সাতোরি একাডেমি অব আর্টসে আয়োজন করা হয় বৈঠকি গানের আসর ‘গান নিয়েছে চিলে অধ্যায় ৩’। সন্ধ্যা ছয়টা থেকে আয়োজিত এ গানের আসরে পারফর্ম করেন কনক আদিত্য, আসির আরমান, মুয়ীয মাহফুজ ব্যান্ড ও শুভ্র। এদিন ধানমন্ডির রবীন্দ্রসরোবরে ‘ম্যাঙ্গো ফেস্ট’-এ পারফর্ম করেছে ওয়ারফেজ।
১২ জুলাই রাজধানীর তেজগাঁওয়ের ইয়ামাহা মিউজিক লাউঞ্জে ‘ইয়ামাহা ওয়ান ট্রু সাউন্ড: বাপ্পা মজুমদার ভলিউম ২’-এ গেয়েছেন বাপ্পা মজুমদার। এদিন নতুন অ্যালবাম প্রকাশ করেন তিনি। ১৪টি গান শোনান বাপ্পা মজুমদার। ১৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের আয়োজনে ‘আষাঢ় পার্বণ ১৪৩২’ অনুষ্ঠানে গান পরিবেশন করে জলের গান। বিকেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনের এ আয়োজনে ছিল আরও বেশ কিছু সাংস্কৃতিক পরিবেশনা।
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালায় ১৪ জুলাই ‘জুলাই উইমেন্স ডে’ শীর্ষক অনুষ্ঠান ছিল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে। শিল্পীদের তালিকায় ছিলেন সায়ান, এলিটা করিম, পারশা, ইলা লালালালা, সমগীত ও এফ মাইনর। ১৬ জুলাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজনে পারফর্ম করে শিরোনামহীন, এলিটা করিম, চিম্বুক, বে অব বেঙ্গল, র্যাপার হান্নান ও পারশা।
এ মাসের শেষ সপ্তাহে একটি চ্যারিটি কনসার্ট রয়েছে। খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত হেভি মেটাল ব্যান্ড মেকানিকসের প্রতিষ্ঠাতা ও সাবেক গিটারিস্ট ইমরান আহমেদের চিকিৎসার তহবিল সংগ্রহে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর ইমরান’। এর আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। কনসার্টটি অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। আয়োজনটি বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত টিএসসি অডিটরিয়ামে চলবে। মেকানিকস ছাড়াও এতে পারফর্ম করবে হাইওয়ে, সোনার বাংলা সার্কাস, পাওয়ারসার্জ, আপেক্ষিক, দুর্গ ও রকসল্ট।
আগামী মাসের শুরুতে এক বছর পর কনসার্টে ফিরছে অড সিগনেচার। ১ আগস্ট রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে (কেআইবি) ‘অড সিগনেচার দ্য কামব্যাক’ শিরোনামের কনসার্টে গাইবে ব্যান্ডটি। বেলা তিনটায় শুরু হবে কনসার্ট। গত বছর সিলেটে এক কনসার্টে যাওয়ার পথে নরসিংদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ব্যান্ডের গিটারিস্ট ও ভোকালিস্ট আহাসান তানভীর পিয়াল এবং মাইক্রোবাসের চালক আবদুস সালাম মারা যান, আহত হন ব্যান্ডের আরও তিন সদস্য। ব্যান্ডটি এরপর অনির্দিষ্টকালের জন্য বিরতিতে চলে যায়। এক বছর পর আবার কনসার্টে ফিরছে অড সিগনেচার।
অফ সিজনে কনসার্ট আয়োজন নিয়ে আশায় বুক বাঁধছেন ওয়ারফেজের দলনেতা শেখ মনিরুল আলম টিপু। তিনি মনে করেন, এ ধারা অব্যাহত থাকলে বছরজুড়ে আয়োজনের পরিমাণ বাড়বে। তিনি বলেন, ‘চলতি মাসে ঢাকায় দুটি ও রাজশাহীতে দুটি আয়োজনে আমরা পারফর্ম করেছি। মাসের শেষেও কয়েকটা আয়োজনের কথা চলছে। গত দেড়–দুই মাস তেমন আয়োজন ছিল না। এ মাসে আয়োজন বেড়েছে। এই ধারা অব্যাহত থাকলে এবারের অফ সিজনও ভালো যাবে বলে আশা রাখি।’
ইভেন্ট ম্যানেজমেন্ট, আর্টিস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে মেলোডি এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ওমর মির্জা জানান, অন্য অফ সিজনের তুলনায় এবার কনসার্ট বেড়েছে। তবে তা নির্দিষ্ট কয়েকজন শিল্পীর মধ্যে সীমাবদ্ধ। ওমর মির্জা বলেন, ‘শিল্পীদের একটা বড় অংশ দেশের বাইরে। দেশে যাঁরা আছেন, তাঁদের অনেকে যেমন ভীষণ ব্যস্ত, আবার অনেকের কনসার্ট একদম নেই বললেই চলে। তবে গত কয়েক মাসের তুলনায় শোর সংখ্যা বেড়েছে, কিন্তু এর বেশির ভাগই করপোরেট আয়োজন।’