পূজায় অরূপরতনের গানের ভিডিও

গানের মানুষ অরূপরতন চৌধুরীর মূল পেশা চিকিৎসা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শিল্পী ‘স্বর্গ থেকে নরক’ নামের একটি সিনেমাও তৈরি করেছেন। সময় সুযোগ পেলেই নতুন গান প্রকাশে মনোযোগী হন তিনি। তবে দীর্ঘ সময় ধরে দুর্গাপূজা উপলক্ষে গান প্রকাশের একটি ধারা অব্যাহত রেখেছেন।

‘এলো দুর্গা মা’ শিরোনামে একটি মিউজিক ভিডিওতে অরূপরতন চৌধুরী
ছবি : শিল্পীর সৌজন্যে

সেই ধারাবাহিকতায় তিনি ‘এলো দুর্গা মা’ শিরোনামে একটি মিউজিক ভিডিও প্রকাশ করলেন। আজ শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে গানটির প্রকাশনা অনুষ্ঠান হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলন শেষে অরূপরতন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও অরূপরতন চৌধুরীর স্ত্রী গৌরী চৌধুরী
ছবি : শিল্পীর সৌজন্যে

‘এলো দুর্গা মা’ মিউজিক ভিডিওর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গানটি সম্পর্কে তিনি বলেন, ‘অরূপরতন চৌধুরী অত্যন্ত সুন্দরভাবে গানটি গেয়েছেন। এই গান প্রতিটি মণ্ডপে বাজানো উচিত। তাহলেই মানুষ পুঁজোতে আরও ভালোভাবে আনন্দ করতে পারবে। আমাদের দেশের মানুষ ধর্ম–বর্ণনির্বিশেষে শারদীয় দুর্গোৎসব পালন করে—এটা আমাদের ঐতিহ্য। আমাদের স্লোগানও হচ্ছে, ধর্ম যার যার উৎসব সবার। গানটি সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে আরও উৎসবের রঙে রঙিন করবে।’

সংবাদ সম্মেলনে অরূপরতন চৌধুরী ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন
ছবি : শিল্পীর সৌজন্যে

অরূপরতন চৌধুরী বলেন, ‘একটা সময় আমরা দেখতাম পূজার সময় এলেই ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান প্রিয় শিল্পীদের অ্যালবাম প্রকাশ করত। আমরাও সংগ্রহে রাখতাম। আমাদের দেশের প্রযোজনা প্রতিষ্ঠানও এই উৎসবে শামিল হতো। কিন্তু এখন সেই হার একেবারেই কমে গেছে। কিন্তু আমি ভাবলাম, এত বড় উৎসবে গান প্রকাশ করে সবার মাঝে উৎসব, আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিই। সে কারণে গানটি প্রকাশ করেছি। এই গানের মাধ্যমে পূজা বাড়ির আনন্দ-উল্লাস, আবেগ-অনুভূতি, সব বয়সী মানুষের ধর্মীয় ভাবাবেগ, সৃষ্টিকর্তার প্রতি আরাধনা বিভিন্ন রূপে প্রকাশ পেয়েছে।’

‘এলো দুর্গা মা’ গানের ভিডিও প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা। দেলোয়ার আরজুদা শরফের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। ভিডিও বানিয়েছেন এ বাবুল।