সিডনিতে অন্য পরিচয়ে মাজনুন মিজান

অস্ট্রেলিয়ায় মাজনুন মিজানপ্রথম আলো

অস্ট্রেলিয়ার সিডনিতে এসেছিলেন বাংলাদেশের অভিনেতা মাজনুন মিজান। গত ২৬ আগস্ট সিডনি পৌঁছেছেন তিনি। এর আগে ২০১৯ সালে নাটকের শুটিং করতে সিডনিতে এসেছিলেন তিনি। দীর্ঘ বছর পর সিডনিতে কি করছেন এই অভিনেতা? উত্তর খুঁজতে এই প্রতিবেদক কথা বলেন মাজনুন মিজানের সঙ্গে। জানালেন, এবার শুধু অভিনয় করতে নয়, সিডনি এসেছেন নাটকের পরিচালনা করতে।
বাংলাদেশের বাইরে সিডনিতেই প্রথমবারের মতো নাটক পরিচালনা করছেন বলে জানালেন মাজনুন মিজান। বলেন, ‘আমাদের নাটকের একটি চরিত্র বিদেশে চাকরি করে। সেই গল্পের দৃশ্যায়ন করতেই সিডনি এসেছি।’

বিদেশে দৃশ্যায়নের জন্য সিডনিকে বেছে নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘নাটকের গল্পটা সিডনিকে মাথায় নিয়েই রচনা করা। এ ছাড়া, সিডনিকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। বহুসাংস্কৃতিক শহর হওয়ায় সিডনির সঙ্গে বাংলাদেশের একটা মেলবন্ধন করতে চাই। পাশাপাশি সিডনি, মেলবোর্নে অনেক বাংলাদেশি বসবাস করে। এদেশে তাঁদের জীবন ব্যবস্থা কেমন তা বাংলাদেশিরা জানতে চায়। তা তুলে ধরতেই সিডনিতে শুটিং করা।’

সিডনিতে দৃশ্যায়িত নাটকটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি অভিনেত্রী রুপন্তি
সংগৃহীত

নাটকের কাজের বাইরে সিডনি ঘুরে দেখার অভিজ্ঞতা নিয়ে তিনি জানান, ‘এবার পরিকল্পনা রয়েছে সিডনির পাশে বরফ দেখতে যাওয়া স্নোয়ি মাউন্টেনে। এর বাইরে যথারীতি অপেরা হাউজ, বোটিং, সমুদ্র সৈকত এগুলো তো রয়েছেই। সিডনি ঘুরে বেড়ানোর জন্য এমনিতেই চমৎকার জায়গা। এ ছাড়া, আমাদের বেশিরভাগ সময়ই নাটকের জন্য শিডিউল করা। তবে, বিশেষ করে যেটা ভালো লেগেছে এবার সিডনিতে সেটা হল বাংলাদেশিদের এখানে সফল হওয়া।

বুধবার ৬ সেপ্টেম্বর বাংলাদেশে ফিরে গেছেন মাজনুন মিজান
প্রথম আলো

আগের চেয়ে সিডনিতে বাংলাদেশিদের সংখ্যা বেড়েছে, বাঙালিয়ানা বেড়েছে। অস্ট্রেলিয়ার মূলধারার সংস্কৃতিতে খুব ভালো করে বাংলাদেশিরা মিশে উঠছে এটাও ভালো লাগছে।
সিডনিতে দৃশ্যায়িত নাটকটিতে  তাঁর বিপরীতে অভিনয় করছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি অভিনেত্রী রুপন্তি। বুধবার ৬ সেপ্টেম্বর বাংলাদেশে ফিরে গেছেন মাজনুন মিজান।