আফজাল হোসেনের কবিতা থেকে গান

আফজাল হোসেন ও তানভীর তারেক
কোলাজ

অভিনয়, ছবি আঁকা, পরিচালনা, বিজ্ঞাপনচিত্র বানানোর পাশাপাশি কবিতা, গল্প, উপন্যাস লেখার কারণে খবরে আসেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। এবার তাঁর লেখায় প্রকাশিত হচ্ছে গান। গাওয়ার পাশাপাশি গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন তানভীর তারেক। ‘কবে ও কীভাবে’ শিরোনামের গানটি প্রকাশিত হতে যাচ্ছে এই পবিত্র ঈদুল আজহায়। প্রথম আলোকে খবরটি জানিয়েছেন গানটির গায়ক সুরকার ও সংগীত পরিচালক তানভীর তারেক।

তানভীর তারেক বলেন, ‘কবে ও কীভাবে’ শিরোনামের গানটি আফজাল হোসেনের ‘আমরা ধুলোকনার আমরা আদর্শলিপির’ কাব্যগ্রন্থ  থেকে নেওয়া হয়েছে।

স্টুডিওতে আফজাল হোসেনের সঙ্গে তানভীর তারেক
ছবি : তানভীর তারেকের সৌজন্যে

কথায় কথায় তানভীর তারেক বলেন,‘আফজাল হোসেনের মতন মহান একজন ব্যক্তিত্বের স্নেহধন্য হিসেবে নিজেকে ভাবতেই আনন্দ লাগে, নানান ধরনের সৃজনশীল কাজ করার সাহস পাই। এত বড় গুণী মানুষ আমাকে ভালোবাসেন, কাজে অনুপ্রেরণা দেন, এটা আমার জন্য বিরাট প্রাপ্তি। তাঁর পরিচালনায় তৈরি প্রথম চলচ্চিত্র “মানিকের লাল কাঁকড়া”তে আমি সংগীত পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। একই সঙ্গে এই ছবিতে আমাকে দিয়ে তিনি অভিনয়ও করিয়ে নিয়েছেন। এরপর বিচ্ছিন্নভাবে তাঁর সঙ্গে বিভিন্ন ধরনের কাজ হয়েছে। সেই সম্পর্কের দাবি থেকে তারই একটি কবিতাকে গানে রূপান্তরের প্রস্তাব দিই। তিনিও সম্মত হন। গানের কথায় চমৎকার একটি গল্প আছে। পরে কবিতাটি গানে রূপান্তরের জন্য সংযোজন-বিয়োজন করা হয়। তিনি যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় গানের ডেমো শোনাই। এভাবেই গানটি তৈরি হলো।’

তানভীর তারেক জানালেন, আফজাল হোসেনের লেখা কবিতা থেকে গান তৈরির বিষয়টি তাঁর জন্য দারুণ একটা অনুভূতি। তিনি বলেন,‘এমন গুণীজনের সঙ্গে একটি স্মৃতিস্মারক হয়ে থাকবে গানটি। গিটার-পিয়ানোর ওপরে গানটি মেলো রোমান্টিক জনরায় বানিয়েছি।’

‘মানিকের লাল কাঁকড়া’ চলচ্চিত্রের শুটিংয়ে (বাম থেকে) ফেরদৌস, আফজাল হোসেন, সোহানা সাবা ও তানভীর তারেক
ছবি : সংগৃহীত

এদিকে আফজাল হোসেন বলেন, ‘তানভীরের সৃজনশীল পাগলামি আমার ভালো লাগে। এটিও ওর একটা অংশ। ভালো কিছু হোক। সেই চাওয়ার প্রতি ভালোবাসা প্রদর্শন করে আমি অনুপ্রেরণাটুকু দিতে পারি।’ ‘কবে ও কীভাবে’ শিরোনামের গানটি ‘সাউন্ডস অব তানভীর’ নামের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে। বিশ্বব্যাপী গানটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ডিস্ট্রিবিউট করবে স্বাধীন মিউজিক। গানটির ভিডিও বানিয়েছেন ইয়ামিন এলান।
উল্লেখ্য, তানভীর তারেকের সংগীত পরিচালনার পাশাপাশি উপস্থাপনা, কনটেন্ট নির্মাণে নিয়মিত ব্যস্ত আছেন। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে টেলিভিশন ও এফএম রেডিওতে তার উপস্থাপনায় একাধিক ঈদের অনুষ্ঠান প্রচার পাবে।