অসুস্থতার খবর প্রসঙ্গে পণ্ডিত অজয় চক্রবর্তী বললেন, ‘সব মিথ্যা কথা’

পণ্ডিত অজয় চক্রবর্তীসংগৃহীত

হঠাৎ আজ শনিবার দুপুরের খবর ছড়িয়ে পড়ে, ভারতীয় সংগীতের বরেণ্য ব্যক্তিত্ব পণ্ডিত অজয় চক্রবর্তী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চলছে তাঁর চিকিৎসা। এ নিয়ে অজয় চক্রবর্তীর মেয়ের বরাত দিয়েও খবর প্রকাশিত হয়। পরে পণ্ডিত অজয় চক্রবর্তীর শারীরিক অবস্থার খবর জানতে তাঁর মুঠোফোন নম্বরে সন্ধ্যায় যোগাযোগ করা হয়। আজ শনিবার সন্ধ্যায় ফোনের অপর পাশ থেকে পরিচয় জানতে পেরে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন প্রথম আলোর প্রতিবেদকের কাছে। বললেন, ‘আমার সঙ্গে কথা শুনে কী মনে হচ্ছে? আমি কি সুস্থ নাকি অসুস্থ?’

পণ্ডিত অজয় চক্রবর্তী
ছবি: প্রথম আলো

এরপর পণ্ডিত অজয় চক্রবর্তী বলেন, ‘আমি খুব ভালো আছি। বাড়িতেই আছি।’ কথায় কথায় অজয় চক্রবর্তী বললেন, ‘পরশু দিন একটা টেস্ট করতে হাসপাতালে গিয়েছিলাম। এটা নিয়মিত শারীরিক পরীক্ষা–নিরীক্ষারই অংশ ছিল। পরশু দিন সন্ধ্যায় গিয়ে, গতকাল সকালে বাসায় চলে আসছি। একদম ঠিক আছি।’

এদিকে খবর ছড়ায়, বুকে ব্যথা নিয়ে কলকাতার একটি হাসপাতালে ভর্তি হন অজয় চক্রবর্তী। পরীক্ষার পর জানা যায়, তাঁর তিনটি আর্টারিতে সম্পূর্ণ ব্লক পাওয়া গিয়েছে। এটি শুনে রীতিমতো মন খারাপ করলেন বরেণ্য এই শিল্পী। জানালেন, ‘মিথ্যা কথা, সব মিথ্যা কথা। আমি তো জানি, আমার কী অবস্থা। তবে এনজিওগ্রাম হয়েছে। এটা রুটিন চেকআপেরই অংশ।’

সত্তর পেরোনো পণ্ডিত অজয় চক্রবর্তী এখনো মাঝেমধ্যে গানে কণ্ঠ দিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় গত বছরের নভেম্বরে জানা যায়, তিনি বাংলাদেশের ‘শ্যামাকাব্য’ নামে একটা ছবিতে গান গেয়েছে। ‘পাখি যাও যাও যাও’ শিরোনামের গানটি ইমন সাহার সুর–সংগীতে তৈরি হয়েছে। এদিকে পিতৃপুরুষের দেশের কোনো একটি ছবিতে প্রথমবার গাইতে পেরে আনন্দিত হয়েছিলেন বলেও জানিয়েছিলেন বরেণ্য এই সংগীতগুরু।

গানটি প্রসঙ্গে তিনি প্রথম আলোকে বলেছিলেন, ‘ইমন সাহা আমাকে খুব শ্রদ্ধার সঙ্গে অনুরোধ করেছিল, তাই আমি না করিনি। আর গানটা আমার ভালো লেগেছে। তবে ছবিতে কী রকমভাবে গানটা ব্যবহার করেছে, তা আমার জানা হয়নি। কিন্তু গানটার সঠিক ব্যবহার করতে পারলে ভালো লাগবে।’

পণ্ডিত অজয় চক্রবর্তী
প্রথম আলো

গানটি গাইবার অনুভূতি জানিয়ে অজয় চক্রবর্তী বলেছিলেন, ‘আমি খুব ভালো গাইতে পারি না। তারপরও চেষ্টা করেছি গাওয়ার। জানি না কতটা গাইতে পেরেছি। এ ছাড়া গেয়েছিলাম, ‘দশম অবতার’ ছবিতে। ছবির পরিচালক সৃজিত আমার কাছে এসে বলেছিল, অনুপম রায়ও ছিল। ও তো আমার ছাত্রের মতো। ছোট ভাইয়ের মতো। সৃজিত আর অনুপম বলাতে গেয়েছিলাম। ‘শ্যামা কাব্য’ ছবির গানটি গাওয়ার সময় ছবির গল্পটা শেয়ার করেছিল পরিচালক বদরুল আনাম সৌদ, শুনে ভালোও লেগেছিল।’