‘সোনার বাংলা সার্কাস’-এর প্রথম বিদেশ যাত্রা, গাইবে ৫টি কনসার্টে
প্রথমবারের মতো স্টেজ শো করতে ভারত গেল ব্যান্ডদল ‘সোনার বাংলা সার্কাস’। একটি দুটি নয়, পাঁচটি ভিন্ন ভিন্ন মঞ্চে গাইবে তারা। কনসার্টের মৌসুমে দেশের বিভিন্ন স্থানে ব্যস্ত সময় পার করছে দলটি। এরই মধ্যে কনসার্ট করতে আজ ভারতের উদ্দেশ্যে উড়াল দিয়েছে ‘সোনার বাংলা সার্কাস’।
আগামীকাল শনিবার থেকে ২৫ ফেব্রুয়ারি কলকাতায় ৫টি স্টেজ শোতে গান গাইবেন ‘সোনার বাংলা সার্কাস’। প্রথম শো আগামীকাল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। কনসার্টটিতে তাদের সঙ্গে আরও গান গাইবে কলকাতার জনপ্রিয় ব্যান্ডগুলো। এরপর রাতে ব্যান্ডটি উঠবে ক্যালবাঙ্কা ফেস্টের মঞ্চে।
২১ ফেব্রুয়ারিতে তারা গান গাইবে হোয়াটসঅ্যাপ ক্যাফে লাইভে। দুই দিন বিরতি দিয়ে ২৪ তারিখ পারফর্ম করবে স্কিনি মোস জাজ ক্লাবে। এই ক্লাবে ‘সোনার বাংলা সার্কাস’ একক পারফর্ম করবে। সর্বশেষ ২৫ তারিখ কলকাতার বরানগরের রবীন্দ্র ভবনে গান গাইবে এই ব্যান্ডদল। সেখানে কলকাতার নতুন প্রজন্মের রক ও মেটাল ব্যান্ডের সঙ্গে হেডলাইনার হিসেবে দেখা যাবে সোনার বাংলা সার্কাসকে। ব্যান্ডদলটির ম্যানেজার গৌতমকে শুভ এ তথ্য নিশ্চিত করেছেন।
কলকাতার এই কনসার্ট ট্যুর প্রসঙ্গে ব্যান্ডের ভোকালিস্ট প্রবর রিপন বলেন, ‘আমাদের ব্যান্ডের প্রথম বিদেশযাত্রা। আমাদের অনেক ভালো লাগছে। একই ভাষাভাষীর মানুষ, তবুও অন্য দেশের শ্রোতাদের কাছে গান গাওয়ার জন্য যাওয়া। তাই একটু উত্তেজনাবোধ করাটা স্বাভাবিক। টানা পাঁচটি কনসার্ট তাই আলাদা একটা চাপ বোধ করছি। কিন্তু আমরা নিশ্চিত আমাদের গান ভোলাতে পারবে মাঝখানের কাঁটাতারের বাধা।’
২০১৮ সালে পাঁচ সদস্য নিয়ে গঠিত হয় ‘সোনার বাংলা সার্কাস’ ব্যান্ডদলটি। এই ব্যান্ডদলের প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’। এই দলের পাঁচ সদস্য হলেন প্রবর রিপন (ভোকাল ও গিটারিস্ট), পাণ্ডুরাঙ্গা ব্লুমবার্গ (গিটারিস্ট), হাসিন আরিয়ান (ড্রামার), শাকিল হক (বেজ গিটার) ও সাদ চৌধুরী (কি-বোর্ড)।