‘তোমাকে চাই’–এ ইতি টানলেন সুমন

মঞ্চে কবীর সুমনআশরাফুল আলম

১৯৯২ সালের এপ্রিলে প্রকাশিত ‘তোমাকে চাই’ অ্যালবামের জন্য ভারতের গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও তুমুল আলোচিত হয়েছেন কবীর সুমন। সেই অ্যালবামের তিন দশক পূর্তিতে তাকে নিয়ে ‘তোমাকে চাই-এর ৩০ বছর উদ্‌যাপন’ শীর্ষক গানের আয়োজন করেছে পিপহোল।
ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে ‘এক একটা দিন’ পরিবেশন করেন কবীর সুমন।

এরপর একে একে ‘রেখাবের রূপ’ ‘জাগে জাগে রাত’, ‘কাঙালপনা’, ‘মন খারাপ করা বিকেল’, ‘বয়স আমার’, ‘বিসমিল্লাহর পাগলা সানাই’, ‘গানওলা’ পরিবেশন করে গেলেন তিনি। ততক্ষণে সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। রাত সাড়ে ৮টার দিকে ‘তোমাকে চাই’ নিয়ে শেষ করেন সুর–ভ্রমণ। কবীর সুমনের সঙ্গে যন্ত্রশিল্পী হিসেবে ছিলেন ধ্রুব বসু রায়, ইন্দ্রজিৎ প্রধান।

এ অনুষ্ঠানের শুরুতে ‘এক একটা দিন’ পরিবেশন করেন কবীর সুমন।
ছবি: আশরাফুল আলম

১৩ বছর পর ঢাকার মঞ্চে পাওয়া গেল কবীর সুমনকে, সরাসরি তাঁর গান শোনার সুযোগ হাতছাড়া করতে চায়নি দর্শকেরা। আজ বিকেল ৩টা ৪৫ মিনিটে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউশনের মিলনায়তের দ্বার খোলার আগেই দর্শকদের দীর্ঘ সারি দেখা গেছে। সাধারণ দর্শকের পাশাপাশি আসাদুজ্জামান নূর, নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল, অভিনেত্রী রুনা খানসহ আরও অনেকেই এসেছিলেন।

১৩ বছর পর ঢাকার মঞ্চে পাওয়া গেল কবীর সুমনকে।
ছবি: আশরাফুল আলম

কবীর সুমনের গানের আয়োজন নিয়ে গত কয়েক দিনে নাটকীয়তা কম হয়নি। শুরুতে সুমনের গানের আয়োজনটি হওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় জাদুঘরে। সেখানে অনুমতি না পাওয়ায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গানের আয়োজন করা হয়। তিন দিনব্যাপী এ আয়োজনের সূচি অনুযায়ী ১৮ অক্টোবর বাংলা খেয়াল ও ২১ অক্টোবর আধুনিক বাংলা গান পরিবেশন করবেন সুমন।