আবারও ঢাকার গীতিকবিতায় বলিউডের অন্বেষা

জুলফিকার রাসেল, অন্বেষা ও টুনাই দেবাশীষকোলাজ

ঢালিউডে নিয়মিত না হলেও ঢাকার স্বাধীন প্ল্যাটফর্মে প্রায়ই বলিউড গায়িকা অন্বেষার কণ্ঠ মেলে দারুণ সব গানচিত্রে। যেমন বেলাল খানের সঙ্গে ‘বেঁচে থাকার জন্যে’ কিংবা ইমরান মাহমুদুলের সঙ্গে ‘লাগে বুকে লাগে’ নামের গানগুলো প্রশংসা পেয়েছে।
মাঝে খানিক বিরতি নিয়ে বাংলাদেশের ঈদ উৎসব ও বাংলা নববর্ষের উপহার হিসেবে জুলফিকার রাসেলের কথায় অন্বেষা ফিরেছেন নতুন গানে। এবারের গান ‘একইভাবে দিন আসে’। গানটির সুর-সংগীতায়োজন করেছেন কলকাতার টুনাই দেবাশীষ গাঙ্গুলি।

যা প্রকাশ হয়েছে আজ মঙ্গলবার জুটি মিউজিকের ব্যানারে, ইউটিউব-ফেসবুকসহ আন্তর্জাতিক অডিও-ভিডিও স্ট্রিমিং সাইটগুলোয়। শান্তনু বোসের নির্মাণে ভিডিওতে মডেল হয়েছেন ফিরোজ শাহ ও সুকর্ণ পাল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গানচিত্রটি প্রসঙ্গে গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘অন্বেষার সঙ্গে আমার বেশ কটি গানের প্রজেক্ট হয়েছে। সব কটিই দারুণ প্রশংসা পেয়েছি। এবার সুরকার টুনাই দাদার আগ্রহে অন্বেষার জন্য গান করলাম। আশা করছি ঈদ আনন্দ আর নববর্ষের উপহার হিসেবে শ্রোতা-দর্শকদের মন্দ লাগবে না।’

শান্তনু বোসের নির্মাণে ভিডিওতে মডেল হয়েছেন ফিরোজ শাহ ও সুকর্ণ পাল
সংগৃহীত

এদিকে অন্বেষা জানালেন গানটি গেয়ে তৃপ্তি পাওয়ার কথা। তাঁর ভাষায়, ‘গানটির কথা, সুর, সংগীত ও ভিডিও—সবটুকুই মিষ্টি। আশা করছি দুই বাংলার শ্রোতারা গানটি শুনে তৃপ্তি পাবেন, দেখেও চোখের আরাম পাবেন।’

গানটির সুরকার টুনাই দেবাশীষ গাঙ্গুলির ভাষ্য, ‘অত্যন্ত ভালোবাসা নিয়ে গানটা গেয়েছে অন্বেষা। আর রাসেলের গীতিকবিতার প্রশংসা নতুন করে বলার কিছু নেই। আশা রাখি দুই বাংলার সবার ভালো লাগবে গানটি।’