সাকিব, মাশরাফি ও তামিমকে নিয়ে যা বললেন প্রিন্স মাহমুদ

সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও প্রিন্স মাহমুদকোলাজ

প্রিন্স মাহমুদ তাঁর লেখা ও সুরের গান দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে মাতিয়ে রাখছেন। গান তৈরির পাশাপাশি সংগীতের এই মানুষটি দেশ, সমাজ ও সংস্কৃতি অঙ্গনের নানা অসংগতিতে সোচ্চার থাকেন। ফেসবুকে তাঁর প্রতিফলনও পাওয়া যায়। আর কয়েক দিন পরই বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপে খেলবে। অধিনায়ক হিসেবে এই বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্বে থাকবেন সাকিব আল হাসান। এ সময়টায় সাকিবকে চাপমুক্ত রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন প্রিন্স মাহমুদ।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে চাপমুক্ত রাখার এই অনুরোধ প্রিন্স মাহমুদ তাঁর ফেসবুকে জানিয়েছেন।

এক ফ্রেমে তামিম ইকবাল ও সাকিব আল হাসান
ছবি: প্রথম আলো

তিনি লিখেছেন, ‘আমাদের আবেগকে একটু দূরে সরিয়ে রাখতে হবে। এই মুহূর্তে সাকিব আল হাসানকে একদমই টেনশনমুক্ত রাখতে হবে। জিদ করা বন্ধ করতে হবে। সেরা সেরাই। কথা সহজ, দেশ আগে।’

গানের মানুষ প্রিন্স মাহমুদ আজ দুপুরে হঠাৎ কেন এ ধরনের পোস্ট দিলেন? যোগাযোগ করে জানতে চাইলে বললেন, ‘ঘুম থেকে ওঠার পরপরই ফেসবুকে ঢুঁ মারতেই দেখি, পরিচিত–অপরিচিত অনেকে সাকিবকে নিয়ে নানা ধরনের নেগেটিভ কথা ছড়াচ্ছে। এসব কথা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি।

প্রিন্স মাহমুদ
ছবি: ফেসবুক

দেশের ক্রিকেটের এত বড় একজন তারকাকে নিয়ে এভাবে কথা বলাটা উচিত না বলে মনে করছি। বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে তো আরও না। তাই মনে হয়েছে, আমার পক্ষ থেকে যতটা সম্ভব এ বিষয়ে কিছু বলা। বলার মাধ্যম হিসেবে আমি ফেসবুক বেছে নিয়েছি।’

কথায় কথায় প্রিন্স মাহমুদ জানালেন, অনেকে হয়তো ভাবতে পারেন, সাকিব আল হাসান আমার অনেক বেশি পছন্দের, তাই এমনটা লিখেছি। তবে বিষয়টা মোটেও তেমন নয়। নিজের ফেসবুক পোস্টের শেষের দিকে সেই কথাটিও উল্লেখ করেছেন, মেসেঞ্জার আলাপেও বলেছেন।

মাশরাফি বিন মুর্তজা
প্রথম আলো ফাইল ছবি

প্রিন্স মাহমুদ বললেন, ‘বাই দ্য ওয়ে, সাকিব আমার পছন্দের কিন্তু তেমনও না। ওর গান চুজ (পছন্দ) করার টেস্ট খুব বাজে। পচা-ধচা, আঁতকা-ফাতকা গান সব ওর প্রিয়। প্রায় সময়ই এমনটা আমি নানাভাবে খেয়াল করেছি। তবে এসব দিকে মাশরাফি আর তামিম এগিয়ে।’