ইমরানের চিকিৎসার তহবিল সংগ্রহে কনসার্ট

ইমরানের চিকিৎসার তহবিল সংগ্রহে কনসার্টে গাইবে আটটির বেশি ব্যান্ডফেসবুক থেকে

খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত হয়েছেন হেভি মেটাল ব্যান্ড ‘মেকানিক্স’–এর প্রতিষ্ঠাতা ও সাবেক গিটারিস্ট ইমরান আহমেদ। চলছে চিকিৎসা। ডাক্তার জানিয়েছে, কেমোথেরাপি আর সার্জারি দরকার। কিন্তু এ ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে পারছে না পরিবার। তাই সাহায্যের আবেদন জানিয়েছেন সবার কাছে।

ইমরানের হয়ে সাহায্যে আবেদন রেখেছেন তাঁর ব্যান্ডজগতের কাছের মানুষজনও। তাঁর চিকিৎসার খরচের তহবিল সংগ্রহে এবার আয়োজন করা হচ্ছে কনসার্ট। এতে অংশ নিচ্ছে আটটির বেশি ব্যান্ড।

‘কনসার্ট ফর ইমরান’ শিরোনামের কনসার্টের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। কনসার্টটি অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। এদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত টিএসসি অডিটরিয়ামে চলবে এ আয়োজন। মেকানিক্স ছাড়াও এতে পারফর্ম করবে হাইওয়ে, সোনার বাংলা সার্কাস, পাওয়ারসার্জ, আপেক্ষিক, দুর্গ এবং রকসল্ট।

২০০৬ সালে যাত্রা শুরু করা ‘মেকানিক্স’ ব্যান্ডের প্রাথমিক লাইনআপে ছিলেন আফতাবুজ্জামান ত্রিদিব (ভোকাল), রুশো খান (বেজ), এসকে রিয়াজ (ড্রামস) ও তামজিদ খান (গিটার)। তাদের সঙ্গে লিড গিটারিস্ট হিসেবে যোগ দেন ইমরান আহমেদ। ২০০৮ সালে ইমরান ‘মেকানিক্স’ ব্যান্ড ছেড়ে দেন। এরপর আর কোনো ব্যান্ডের সঙ্গে যুক্ত হননি।

আরও পড়ুন