‘নয়ন সরসী কেন’ গেয়ে প্রশংসায় ভাসছেন অনির্বাণ ভট্টাচার্য

‘সারেগামাপা লেজেন্ডস’-এর মঞ্চে ‘নয়ন সরসী কেন ভরেছে জলে’ গাইলেন অনির্বাণ ভট্টাচার্যছবি: কোলাজ

‘কিচ্ছু চাইনি আমি’ গেয়ে রাতারাতি গায়ক হিসেবে খ্যাতি পেয়েছিলেন টালিগঞ্জের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ‘শাহজাহান রিজেন্সি’ সিনেমার গানটি এখনো মানুষের মুখে মুখে ফেরে। গানটির জন্য একাধিক পুরস্কারও ঝুলিতে ভরেছেন অনির্বাণ।

গানটি প্রকাশের প্রায় ছয় বছর পর আবারও গান গেয়ে আলোচনায় এলেন এই অভিনেতা, নির্মাতা। কলকাতার টিভি চ্যানেল জি বাংলার ‘সারেগামাপা লেজেন্ডস’-এর মঞ্চে ‘নয়ন সরসী কেন ভরেছে জলে’ গানের প্রথম কলি গেয়ে প্রশংসা পেয়েছেন অনির্বাণ।

অনির্বাণ ভট্টাচার্য
ইনস্টাগ্রাম থেকে

মুকুল দত্তের লেখা গানটি কিশোর কুমারের সুরে গেয়েছেন ভারতীয় গায়ক অভিজিৎ ভট্টাচার্য। অনির্বাণের কণ্ঠে নিজের গাওয়া গান শুনে অভিজিৎও মুগ্ধ হয়েছেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অনির্বাণ।

জি বাংলার ফেসবুক পেজে অনির্বাণের গানের ভিডিওটি প্রকাশ্যে আসার পর সেটি ফেসবুকে ভাইরাল হয়েছে। ফেসবুক রিলসে আড়াই লাখের মতো ‘লাইক’ পড়েছে, ২ হাজার ৭০০–র মতো মন্তব্য জমা হয়েছে। প্রায় ১৬ হাজারবার শেয়ার হয়েছে।

লায়লা নামের এক শ্রোতা ফেসবুকে লিখেছেন, ‘অপূর্ব। কত কী যে লুকিয়ে রেখেছেন ওই অভিনয়ের আড়ালে!’ উজ্জ্বল নামের আরেক শ্রোতা লিখেছেন, ‘অনির্বাণ দাদা, এত দিন তোমার মুভিতে অভিনয় দেখেছি। অভিনয়ে তো তুমি সেরা, কিন্তু গানের গলা যে তোমার এত সুন্দর, জানতাম না। তুমি সবেতেই সেরা।’

এর আগে ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ড্রাকুলা স্যার’ সিনেমায় ‘প্রিয়তমা’ গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।

মঞ্চ, চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি। বাদল সরকারের নাটক অবলম্বনে ‘বল্লভপুরের রূপকথা’ নির্মাণ করে প্রশংসিত হয়েছেন অনির্বাণ।

আগামী ১৪ জুন মুক্তির অপেক্ষায় থাকা ‘অথৈ’ সিনেমায় দেখা যাবে অনির্বাণকে।

আরও পড়ুন