দেশ এবং মানুষের জন্য যে ত্যাগ স্বীকার করছেন, ইতিহাসে সেটা নজিরবিহীন: বেবী নাজনীন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সংগীতশিল্পী ও রাজনীতিবিদ বেবী নাজনীনছবি : শিল্পীর সৌজন্যে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে শোকের আবহ। ফেসবুক যেন শোকের বই। দেশের অন্য সবার মতো সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জানাচ্ছেন বিনোদন অঙ্গনের তারকারাও। সংগীতশিল্পী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন শোক প্রকাশ করে জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার মতো নেত্রীর শূন্যতা বাংলাদেশের মানুষ সব সময় অনুভব করবে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সংগীতশিল্পী ও রাজনীতিবিদ বেবী নাজনীন
ছবি : শিল্পীর সৌজন্যে

গান গাওয়ার পাশাপাশি একটা সময় বেবী নাজনীন রাজনীতিতেও সক্রিয় হন। বিএনপির রাজনীতির সঙ্গে তিনি নিজেকে যুক্ত করেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কাছাকাছি দেখার সুযোগ হয়েছে তাঁর।

খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত বেবী নাজনীন লিখিত বার্তায় জানিয়েছেন, ‘শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে যে কষ্ট দেওয়া হয়েছে, তাঁর প্রতি যে অবিচার করা হয়েছে, এর বিচার মহান আল্লাহ অবশ্যই করবেন। তিনি দেশ এবং মানুষের জন্য যে ত্যাগ স্বীকার করছেন, রাজনীতির ইতিহাসে সেটা নজিরবিহীন। তাঁর মৃত্যুর খবরে আজ বাক্‌রুদ্ধ হয়ে গেছে মানুষ, বাক্‌রুদ্ধ হয়ে গেছে সারা দেশ। মহান আল্লাহ তাঁকে বেহেশত নসিব করবেন ইনশা আল্লাহ।’

বেবী নাজনীন লিখেছেন, ‘মহান আল্লাহ জিয়া পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন, এই মুহূর্তে আমি এই দোয়াই করি।’

সবশেষে বেবী নাজনীন লিখেছেন, ‘তাঁর এই অন্তিমযাত্রায় তিনি যেমন মানুষের দোয়া নিয়ে গেছেন, তেমনি দেশের মানুষের জন্য রেখে গেছেন আশীর্বাদ, যা আগামীর বাংলাদেশ বিনির্মাণে মানুষের গণতান্ত্রিক শক্তি হয়ে কাজ করবে। তাঁর উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই শক্তির মাধ্যমেই নতুন এবং সমৃদ্ধিশালী বাংলাদেশ গঠনে এগিয়ে যাবেন।’