রাফসান-জেফারের বিয়েতে প্রীতম-শেহতাজ

বুধবার ধুমধাম আয়োজনে বিয়ে করছেন সংগীতশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। ঢাকার অদূরে একটি রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তাঁরা। পরিবারের ঘনিষ্ঠজনদের সঙ্গে শোবিজের বন্ধুরাও উপস্থিত ছিলেন। বিয়ের আয়োজনের কিছু মুহূর্ত ভাগ করেছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী, গায়িকা শেহতাজ মনিরা হাশেম। দেখে নেওয়া যাক তাঁদের ছবিগুলো।

১ / ৬
বিয়েতে প্রীতম-শেহতাজ হাজির হয়েছিলেন তরুণ ডিজাইনার সাফিয়া সাথীর পোশাকে। বড়-কনের মতো তাঁদের পোশাকও ভক্তদের প্রশংসা কুড়াচ্ছে
ছবি: প্রীতম হাসানের ফেসবুক
২ / ৬
শেহতাজের ফেসবুক পেজে গত দুই ঘণ্টায় ছবিগুলোতে রিঅ্যাক্ট পড়েছে ২৭ হাজারের বেশি
ছবি: প্রীতম হাসানের ফেসবুক
৩ / ৬
দুজনকেই ম্যাচিং গোলাপি রঙের কাপড়ে দেখা গেছে। প্রীতম হাসান পরেছিলেন সিল্কের পাঞ্জাবি, এর ওপর সুতার কাজ আর শেহতাজ পরেন দেশীয় মসলিনের সঙ্গে হাতে এমব্রয়ডারি
ছবি: প্রীতম হাসানের ফেসবুক
৪ / ৬
প্রীতম-শেহতাজের সঙ্গে নির্মাতা নুহাশ হুমায়ূনও ছিলেন
ছবি: প্রীতম হাসানের ফেসবুক
৫ / ৬
রাফসান-জেফারের বিয়ের আসরে ‘লিচুর বাগানে’ গাইতে দেখা যায় জেফারকে, মঞ্চে বর রাফসান সাবাবও ছিলেন। মঞ্চে দুজনের সঙ্গে প্রীতম হাসান ও সাবিলা নূরও ছিলেন
ছবি: প্রীতম হাসানের ফেসবুক
৬ / ৬
২০২৩ সালের ২৯ অক্টোবর প্রীতম-শেহতাজ বিয়ে করেন। তাঁদের ডেস্টিনেশন ওয়েডিং হয়েছিল পাহাড় আর চাপাতায় ঘেরা শহর শ্রীমঙ্গলে
ছবি: প্রীতম হাসানের ফেসবুক