সুনামগঞ্জে শাহ আবদুল করিম লোক উৎসব ৭ ও ৮ ফেব্রুয়ারি
বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এবার সুনামগঞ্জে দুই দিনের লোক উৎসব হবে ৭ ও ৮ ফেব্রুয়ারি। শাহ আবদুল করিমের জন্মগ্রাম জেলার দিরাই উপজেলার উজানধল গ্রামের মাঠে এই উৎসব হবে।
শনিবার বিকেলে উৎসবের আয়োজক শাহ আবদুল করিম পরিষদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন হয়। এতে বক্তব্য তুলে ধরেন পরিষদের সভাপতি শাহ আবদুল করিমের ছেলে বাউল শাহ নূর জালাল।
সংবাদ সম্মেলনে শাহ নূর জালাল বলেন, উৎসবে বাউল করিমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা হবে। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া উৎসবের উদ্বোধন করবেন।
বাউল করিমের শিষ্য অনুরাগী স্থানীয় শিল্পীদের সঙ্গে জনপ্রিয় শিল্পীরাও করিমের গান গাইবেন। এবারও উৎসবের সহযোগিতায় রয়েছে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শাহ আবদুল করিমের সৃষ্টিজুড়ে আছে মানুষ, সাম্যের ও প্রেমের জয়গান।
কালনী নদীর তীরে বসেই মনের গভীর থেকে উঠে আসা মাটির সুরে সাদাসিধে কথা আর উপমা বসিয়ে তিনি তৈরি করেছেন অসংখ্য কালজয়ী বাউলগান। এই মরমি শিল্পীকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতেই এই উৎসবের আয়োজন। ২০০৬ সাল থেকে এই উৎসব হয়ে আসছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিকাশের সহকারী ব্যবস্থাপক সোহেল হোসেন পাটোয়ারী।