ভারতের গ্র্যামি জয়ীর সঙ্গে বাংলাদেশের স্বপ্নীল

গ্র্যামি পুরস্কার বিজয়ী ও পদ্মবিভূষণ পণ্ডিত বিশ্ব মোহন ভাটের সঙ্গে কাজ করলেন বাংলাদেশের তরুণ গায়ক স্বপ্নীল সজীব। রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় গান ‘বঁধু, মিছে রাগ করো না’ নতুন করে গেয়েছেন সজীব, গানটির সঙ্গে মোহন বীণা বাজিয়েছেন বিশ্ব মোহন ভাট। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ট্রিবিউট টু ঠাকুর’ নামের একটি যুগলবন্দীতে প্রকাশিত হবে গানটি।

(বাম থেকে) স্বপ্নীল সজীব, গ্র্যামি পুরস্কার বিজয়ী ও পদ্মবিভূষণ পণ্ডিত বিশ্ব মোহন ভাট এবং পণ্ডিত প্রদ্যুত মুখার্জি


স্বপ্নীল সজীব বলেন, ‘তাঁর মতো একজন মহান শিল্পীর সঙ্গে কাজ করে আমার একটি স্বপ্ন সত্যি হয়েছে। এই অভিজ্ঞতার মাধ্যমে আমি অনেক কিছু শিখেছি এবং এই শ্রদ্ধার অংশ হতে পেরে আমি সত্যিই সম্মানিত।’

রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ট্রিবিউট টু ঠাকুর’ নামের একটি যুগলবন্দীতে একসঙ্গে পাওয়া যাবে স্বপ্নীল সজীব এবং গ্র্যামি পুরস্কার বিজয়ী ও পদ্মবিভূষণ পণ্ডিত বিশ্ব মোহন ভাটকে

নতুন করে গানটিতে কণ্ঠ দেওয়া এবং গ্র্যামি পুরস্কার বিজয়ী ও পদ্মবিভূষণ পণ্ডিত বিশ্ব মোহন ভাটের যুক্ত হওয়াকে সৌভাগ্য মনে করছেন স্বপ্নীল, ‘এ গানটি কালজয়ী, যা বিশ্বব্যাপী সংগীতপ্রেমীদের সঙ্গে অনুরণিত হতে থাকে। পণ্ডিত বিশ্ব মোহন ভাট, মোহন বীণাতে তাঁর দক্ষতার জন্য বিশ্বনন্দিত। তাঁর সঙ্গে এমন একটি কাজ আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে আজীবন।’

স্বপ্নীলের গাওয়া গান ‘বঁধু, মিছে রাগ করো না’য় যন্ত্রানুষঙ্গ বাজিয়েছেন পণ্ডিত প্রদ্যুত মুখার্জিও, যিনি গ্র্যামি অ্যাওয়ার্ডের একজন ভোটিং সদস্য এবং গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ড (জিমা) পুরস্কার বিজয়ী। স্বপ্নীল বললেন, ‘তিনি একজন প্রতিভাবান পারকাশনবাদক, সুরকার এবং ফিউশন মাস্টার—দুজনের ক্ল্যাসিক্যাল ইন্সট্রুমেন্টের সঙ্গে আমার গান গাওয়ার বিষয়টিকে বড় সৌভাগ্য হিসেবে দেখছি।’
আগামী ৪ আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে স্বপ্নীল সজীবের অফিশিয়াল ইউটিউবে এটি প্রকাশিত হবে।