কমেডিয়ান জুটির বিয়ে

কিম জুন হো ও কিম জি মিনকোলাজ

জুলাইয়ে বিয়ে করছেন কোরীয় কমেডি জুটি কিম জুন হো ও কিম জি মিন। শুক্রবার হাতে লেখা একটি চিরকুট ইনস্টাগ্রামে পোস্ট করে কিম জি মিন লিখেছেন, ‘আমরা একসঙ্গে জীবনযাপনের সিদ্ধান্ত নিয়েছি। জুলাইয়ে বিয়ের পরিকল্পনা করেছি।’
২০২২ সালের এপ্রিলে দুজনের প্রেমের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন এই জুটি। এসবিএসের ভ্যারাইটি শো ‘মাই লিটল ওল্ড বয়’সহ বেশ কয়েকটি শোতে একসঙ্গে দেখা গেছে এই জুটিকে।

গত বছরের ডিসেম্বরে এই শোয়ের শুটিংয়ের ফাঁকে কিম জি মিনকে বিয়ের প্রস্তাব দেন কিম জুন হো। কিম জি মিন তাতে সম্মতি দেন। কিম জি মিন বলেন, ‘আমরা দারুণ আনন্দে দিনগুলো কাটিয়েছি। আমাদের সমর্থন দেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।’

আরও পড়ুন

কিম জি মিনের ভাষ্যে, কমেডি জুটি হিসেবে বিয়ের আয়োজনেও মজার কিছু থাকবে।
১৯৯৬ সালে কমেডিয়ান হিসেবে অভিষেক ঘটেছে কিম জুন হোর, ২০০৬ সাল থেকে কমেডি করছেন কিম জি মিন। কমেডি শো ‘গ্যাগ কনসার্ট’–এ দেখা গেছে দুজনকে।
এর আগে ২০০৬ সালে এক মঞ্চ অভিনেত্রীকে বিয়ে করেছিলেন কিম জুন হো। ২০১৮ সালে বিচ্ছেদ ঘটেছে। বর্তমানে কিমকে ‘ডলসিং ফোরম্যান’–শোতে দেখা যাচ্ছে।