আসছে পূজার গান ‘দেখা দাও মা’
দুর্গাপূজা উপলক্ষে ‘দেখা দাও মা’ শিরোনামে একটি মিউজিক ভিডিও প্রকাশ করবে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানটি লিখেছেন ওপার বাংলার ‘বোঝে না সে বোঝে না’, ‘পারব না আমি ছাড়তে তোকে’, ‘কিছু কিছু কথা’-এর মতো জনপ্রিয় গানের গীতিকার প্রসেন। গানটির সুর এবং সংগীতায়োজন করেছেন কিশোর দাস। গানটিতে কণ্ঠ দিয়েছেন সন্দীপন দাস, ধ্রুব গুহ, কিশোর দাস, কেশব রায় চৌধুরী, প্রিয়াংকা বিশ্বাস, সুকন্যা মজুমদার, অনন্যা আচার্য, ও অনিন্দিতা সাহা অথি।
রমনা কালীমন্দিরে চিত্রায়ণ করে গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। পূজার সাজে গানটির ভিডিওতে অংশ নিয়েছেন গানের শিল্পীরা। তাঁদের সঙ্গে আরও অংশ নিয়েছেন একদল নৃত্যশিল্পী।
কিশোর দাস বলেন, ‘গানটির কথার যে গাঁথুনি, তার সঙ্গে উৎসব ও প্রার্থনা, দুটো আবহেরই সম্মিলন ঘটিয়ে চেষ্টা করেছি একটি ভিন্নমাত্রার গান উপহার দেওয়ার, আশা করি শ্রোতাদের ভালো লাগবে গানটি।’
ধ্রুব গুহ বলেন, ‘গানটির কথা, সুর, গায়কি, সংগীতায়োজন এবং ভিডিও দর্শক-শ্রোতাদের কাছে উপভোগ্য হবে বলে আমার বিশ্বাস।’
৩০ সেপ্টেম্বর মহাপঞ্চমীর দিন সন্ধ্যায় ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।