ময়না নাচবে, ময়না নাচাবে...
বিনোদনজগতে বুবলীর নতুন পরিচয়—মিউজিক ভিডিওর মডেল। এত দিন সিনেমার গানে অভিনয় করে মাতিয়েছেন, এবার সরাসরি মিউজিক ভিডিওতে জমিয়ে নেচেছেন বুবলী। গানটির নাম ‘ময়না’, গেয়েছেন জাতীয় পুরস্কার পাওয়া সংগীতশিল্পী কোনাল। গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। এই গান দিয়ে নতুন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন বুবলী। গানটি ‘গানচিল মিউজিক’-এর নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান। বড় বাজেটে, ফিল্মি স্টাইলে নির্মিত হয়েছে ভিডিওটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলীর একটি ছবি শেয়ার করে গীতিকবি ও গানচিলের কর্ণধার আসিফ ইকবাল লেখেন, ‘বুবলী আসছে ময়না হয়ে/ ময়না নাচবে, ময়না নাচাবে।’ এর আগে ১৬ জুলাই নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবনের ছবি শেয়ার করে গানটির ইঙ্গিত দিয়েছিলেন, লিখেছেন, ‘জীবন কি আসলে বদলায়?’ ছবির ওপর লেখা ছিল, ‘আগুন লাগাইয়া বুকে কই পালালি’।
চিত্রনায়িকা বুবলীর ভাষ্যে, ‘শিল্পীর কাজ হলো নিজেকে নতুনভাবে উপস্থাপন করা। সিনেমায় গানগুলোতে কাজ করেছি অনেক, কিন্তু মিউজিক ভিডিওতে একেবারেই নতুন অভিজ্ঞতা। একদম আলাদা একটা মাধ্যম। অনেক আগেই বিভিন্ন প্রস্তাব পেয়েছি, করিনি। কিন্তু “ময়না” গানটা শুনেই হ্যাঁ বলে দিই। গানচিলের আসিফ ভাই, পরিচালক তানিম রহমান অংশু—সবার সঙ্গে মিলে আলোচনা করে এই কাজটি করেছি। আমার প্রিয় শিল্পী কোনাল আপু এই গানটি গেয়েছেন, গানটা একবার শুনলেই নাচতে ইচ্ছে করে। পুরোপুরি নাচের গান। মনে হয়েছে, স্টেজে সব সময় যেটা পারফর্ম করা যায়, এমন একটি গান আমারও থাকা উচিত।’ বুবলী আগে সিনেমার গানে পারফর্ম করেছেন ‘মিস বুবলী’, ‘আগুন লাগাইও’, ‘সুরমা সুরমা’, ‘তুমি আমার জীবন’ ও ‘মেঘের নৌকা’সহ বেশ কিছু হিট গানে। তবে এই প্রথম স্বাধীনভাবে নির্মিত গানের ভিডিওতে অভিনয় করলেন।
কণ্ঠশিল্পী কোনাল বলেন, ‘আসিফ ভাইয়া একদিন গানটা শুনিয়ে বললেন, “এটা তোকে গাইতেই হবে।” শুনেই ভালো লেগে গেল। খুব সহজ ও ঝাঁজালো কথার ওপর আকাশ সেন এমন এক সুর বসিয়েছেন, যেটা শুনলেই মানুষ নাচতে চাইবে। রিদমিক, মজার, ভিজ্যুয়ালি স্ট্রং একটা গান। পরে মিটিংয়ে জানতে পারি, গানচিত্রে বুবলী পারফর্ম করছেন। এটা আমার জন্য আনন্দের। গানটা সুন্দর, ভিডিওটাও দারুণ—দুটির সমন্বয় হলে গান অনেক দূর যায়।’কোনালের কণ্ঠে আসিফ ইকবালের লেখা ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘মেঘের নৌকা’ ইতিমধ্যেই সুপারহিট হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার ‘ময়না’ আসছে নতুন ঢঙে।
কলকাতার জনপ্রিয় সুরকার আকাশ সেন বলেন, ‘এর আগে আসিফ ভাইয়ের সঙ্গে বেশ কিছু রোমান্টিক গান করেছি। কিন্তু “ময়না” একেবারে আলাদা একটা মুডে। এখানে ফান আছে, ছন্দ আছে, নাচের পারফেক্ট একটা ফ্লো আছে। এটা একটা আদ্যন্ত ক্যাচি ড্যান্স নাম্বার। রিলিজের পর শ্রোতা-দর্শক বুঝবেন, এ গানে ভিন্ন কিছু আছে।’
ভিডিওটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। তিনি বলেন, ‘গানচিলের সঙ্গে আমি আগেও কাজ করেছি, তবে এবার একটু আলাদা কিছু করতে চেয়েছি। বাংলা অরিজিনালস প্রজেক্টের প্রথম গান হওয়ায় আমাদের টার্গেট ছিল—গানটা হোক মজার, নাচের, আর গানচিলের নিজস্ব ঘরানায়। বুবলী, কোনাল, আকাশ সেন, নৃত্য পরিচালক নিলয়, বিশেষ পারফর্মার শরাফ আহমেদ জীবন—সবাইকে নিয়েই আমরা কাজটা করেছি একদম টিমওয়ার্কে।’
‘ময়না’ গানটি প্রকাশ পাচ্ছে ২৪ জুলাই। এটি গানচিলের নতুন ১০ গানের বিশেষ প্রজেক্ট বাংলা অরিজিনালসের প্রথম গান। প্রতিষ্ঠানটি এর আগেও ‘লোকাল বাস’, ‘বিয়াইন সাব’ এবং ‘গার্লফ্রেন্ডের বিয়া’র মতো মজার, নাচের ছন্দে ভরা গান উপহার দিয়ে আলোচনায় এসেছে। এবার ‘ময়না’ গান দিয়ে সেই ধারাবাহিকতায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা। ২৪ জুলাইয়ের এটি প্রকাশ পাবে।