পদ্মহেম ধামের সাধুসঙ্গ শনিবার

চিত্রনায়িকা নিপুণ আক্তার ও অভিনেত্রী শবনম ফারিয়া। কোলাজ

ইছামতী নদীর তীরে অবস্থিত পদ্মহেম ধাম। মুন্সিগঞ্জের সিরাজদিখানের দোসরপাড়ায় ধামটির অবস্থান। প্রতিবছর এখানে সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়। নদীর ধারে খোলা মাঠে লালনবাণী শুনতে দেশের নানা প্রান্তের লালনভক্তরা হাজির হন এখানে।

এই সাধুসঙ্গে লালনবাণী পরিবেশন করবেন দরবেশ নহির সাঁইসহ অনেকে। শনিবার হতে যাচ্ছে পদ্মহেমের ১৯তম সাধুসঙ্গ।

আঠারো ও উনিশ শতকে বাংলায় আউল-বাউল ও চারণকবির আবির্ভাব দেখা যায়। তাঁদের গানে ছিল মানবতার স্ফুরণ। আলোকচিত্রটি সম্প্রতি মুন্সিগঞ্জের পদ্মহেম ধাম–এর লালন শাহ্ বটতলায় আয়োজিত বাউল গান অনুষ্ঠানের। ছবি: কবির হোসেন
আরও পড়ুন

এ তথ্য নিশ্চিত করেছেন এই ধামের সভাপতি কবির হোসেন। তিনি জানান, শনিবার বেলা তিনটায় লালন সাঁইয়ের অধিবাসের আগমনী গান পরিবেশনের মাধ্যমে সঙ্গ শুরু হবে। চলবে রাত দুইটা পর্যন্ত।

এবারের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিচ্ছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার ও অভিনেত্রী শবনম ফারিয়া। প্রধান অতিথি থাকবেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক আবু জাফর রিপন।

পদ্মহেমের সভাপতি কবির হোসেন বলেন, ‘আমরা ১৯ বছর ধরে এই সাধুসঙ্গ করে আসছি মূলত লালন সাঁইজির বাণী ও দর্শন মানুষের মধ্যে ছড়িয়ে দিতে। যেন একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি আমরা। যে সমাজে মানুষে মানুষে থাকবে না কোনো ভেদাভেদ। আমাদের এবারের আয়োজনটির পৃষ্ঠপোষকতা করছে সিটি ব্যাংক।’