বিয়ে করছেন? হানিয়া আমির বললেন...

পুরানো প্রেমিক, গায়ক আসিম আজহারকে বিয়ে করছেন অভিনেত্রী হানিয়া আমির—এমন গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

১ / ৬
আগামী বছর তাঁরা বিয়ে করছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ চর্চা চলছে
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
২ / ৬
ইনস্টাগ্রামে হানিয়া আমিরের এক পোস্টে মন্তব্য করেছেন, ‘তোমার বিয়ের গুঞ্জন শুনছি।’ সেখানে হানিয়ার আমির প্রত্যুত্তর দিয়েছেন, ‘আমিও শুনছি।’
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ৬
এর আগে একটি বিজ্ঞাপনী ভিডিওতে আসিমকে কালো শার্ট, নীল প্যান্ট ও মাথায় হালকা রঙের নিউইয়র্ক ইয়াঙ্কিজের লোগোযুক্ত ক্যাপ দেখা গেছে
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৪ / ৬
হানিয়া ও আসিমের সম্পর্ক শুরু হয়েছিল ২০১৮ সালের দিকে। ২০১৯ সালে তা প্রকাশ্যে আসে আর ২০২০ সালে প্রেম ভেঙে যায়
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ৬
তবে পুরোনো প্রেম আবারও জোড়া লেগেছে বলে মনে করছেন কেউ কেউ
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৬ / ৬
বছরটা ভালো কেটেছে হানিয়া আমিরের, ‘সর্দার জি ৩’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে