এ গান আমাকেও শীতল করেছে: কুমার বিশ্বজিৎ

সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘হৃদিতা’ ছবির দুটি গান প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমার বিশ্বজিৎ।ছবি: সংগৃহীত

‘অনেক সময় গান “হিট হিট” শব্দটা বেশি শুনি। কিন্তু আমি “হৃদিতা” সিনেমার গান এক সপ্তাহ আগেই শুনেছি। হিট বড় কথা নয়, এই গান শ্রোতা-দর্শকদের প্রাণে শীতলতা দেব। এ গান আমাকেও শীতল করেছে। গান শুনে উত্তপ্ত নয়, শ্রোতাদের মন শীতল হোক—এটাই আমি চাই। কারণ, সংগীত শুধুই বিনোদন নয়, অনুভূতি ও উপলব্ধির বিষয়।’ কথাগুলো বলছিলেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘হৃদিতা’ ছবির দুটি গান প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এই সংগীত তারকা।

ছবির ‘ঠিকানা’ ও ‘শুধু একবার ছুঁবো’ শিরোনামে দুটি গান ফেসবুক ও ইউটিউবে একযোগে প্রকাশিত হয়।
ছবি: সংগৃহীত

এদিন ছবির ‘ঠিকানা’ ও ‘শুধু একবার ছোঁব’ শিরোনামে দুটি গান ফেসবুক ও ইউটিউবে একযোগে প্রকাশিত হয়। গান দুটি লিখেছেন কবির বকুল। ‘হৃদিতা’ ছবির গান দুটি প্রসঙ্গে এই সংগীত তারকার মন্তব্য, ছবির প্রকাশিত গান দুটি অসাধারণ লিখেছেন কবির বকুল। গানের মধ্যে কাব্য ও অন্ত্যমিল আমাকে ছুঁয়ে গেছে। সুরও অসাধারণ। সবকিছু মিলে পরিপূর্ণ গান হয়েছে। যার মধ্যে অতিরঞ্জন নেই, আছে মাধুর্য। গান দুটি শ্রোতা-দর্শকের হৃদয়ে স্থান পাবে।’
অনুষ্ঠানে কুমার বিশ্বজিৎ বলেন, ‘অনেক আগে কবির বকুলের লেখা  “ঘুম মানে আমি বলি চোখ বুঝে থাকা, ঘুম তো একবারেই আসে সাদা কাফনে ঢাকা” গান যখন আমি করি, তখন সংস্কৃতির ধারকবাহকেরা বলা শুরু করলেন, এসব গান চলবে না। বাণিজ্যিক গান বানান। তখন আমি বাণিজ্যিক বুঝি না। আমি মনে করি, আমার হৃদয়ে যে গান ছুঁয়ে গেছে, যার রিফ্লেকশন শ্রোতাদের কাছে যাবে। এটাই আমার পাওয়া। এখনো সেটা আমি রক্ষা করে চলেছি।’

ছবির সংলাপ ও কাহিনিকার আনিসুল হক বলেন, ‘ছবিটি ভালো হলে পরিচালকের গৌরব। যার অংশীদার আমিও কিছুটা। আমি এই সিনেমাটি দেখেছি। আমি যখন এই উপন্যাসটি লিখি, তখন কেঁদেছি। সিনেমাটি দেখেও কেঁদেছি। সিনেমা দেখার পর অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে ছিলাম। আমার চোখে ছিল এক ফোঁটা জল। আমাকে এই সিনেমা স্পর্শ করেছে। আমার মতো যাঁরা আছেন বা এখনো যাঁদের প্রেম বিষয়ে বিশুদ্ধ ধারণা আছে, তাঁরা হয়তো এই ছবিটি পছন্দ করবেন।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, ছবিটির পরিচালক ইস্পাহানি আরিফ জাহান, চলচ্চিত্র পরিচালক সমিতির বর্তমান সভাপতি  সোহানুর রহমান সোহান, সাবেক সভাপতি মুশফিকুর রহমান, গান দুটির কণ্ঠশিল্পী চন্দন সিনহা, চিত্রনায়িকা নিপুণ আক্তার, কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল, ছবির নায়ক-নায়িকা এ বি এম সুমন, পূজা চেরি প্রমুখ। অনুষ্ঠানে গীতিকার কবির বকুলসহ অনেকে উপস্থিত ছিলেন।
ছবির নাম ভূমিকায় হৃদিতা চরিত্রের পূজা চেরি বলেন, ‘একটি সিনেমার জন্য গান অনেক কিছু। আমার ভাগ্যটা খুবই ভালো। আমি যতগুলো সিনেমায় অভিনয় করেছি, সব কটি সিনেমার কোনো না কোনো গান ভালো হয়েছে।  যখন আমার কোনো গান পছন্দ হয়ে যায়, বারবার শুনি। যতক্ষণ পর্যন্ত না গানটি একঘেয়েমি না লাগে। অবাক করা ঘটনা, এই গানটি আমি এতবার শুনেছি, তবু একঘেয়েমি লাগেনি।’

গানটির শুটিংয়ে অনেক কষ্ট হলেও পর্দায় দেখে ভালো লাগার কথা জানিয়ে পূজা বলেন, ‘গানটির দৃশ্যধারণ হয়েছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। প্রচণ্ড গরমে শুটিংয়ের সময় কিছুটা বিরক্তই লাগছিল। এখন গানটি পর্দায় দেখে সেই খারাপ লাগা দূর হয়ে গেল। গানের কথা, সুরের সঙ্গে হাওরের মনোরম লোকেশন দারুণ লেগেছে পর্দায়।’ আগামী ৭ অক্টোবর ‘হৃদিতা’ মুক্তি পাবে। হলে সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে এই নায়িকা বলেন, ‘এখন সিনেমার দিন আসছে। পরিবার নিয়ে সিনেমা দেখার দিন অনেকটাই ফিরেছে। “হৃদিতা” দেখতে আপনারা হলে আসুন। আমার বিশ্বাস, ছবিটি দেখে সিনেমা দেখার স্বাদ নিয়ে হল থেকে বের হতে পারবেন।’
‘ঠিকানা’ ও ‘শুধু একবার ছুঁবো’ গান দুটিতে কণ্ঠ দিয়েছেন চন্দন সিনহা। ‘ঠিকানা’ গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। ‘শুধু একবার ছুঁবো’ গানটির সুর ও সংগীত করেছেন অমিত ইশান। এই গানটিতে চন্দন সিনহার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা। অনুষ্ঠান শেষে গান দুটির কণ্ঠশিল্পী চন্দন সিনহাকে সঙ্গে নিয়ে গানের মোড়ক উন্মোচন করেন কুমার বিশ্বজিৎ।