সুখবর দিল অর্থহীন

ভক্তদের জন্য নতুন সুখবর দিল গানের দল অর্থহীন
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

ভক্তদের জন্য নতুন সুখবর দিল গানের দল অর্থহীন। সব বাধাকে জয় করে এগিয়ে চলেছে তাদের কাজ। এমনটাই জানালেন অর্থহীনের লিড ভোকাল সুমন। সুখবরটা কী, সেটা তাঁর মুখেই শোনা যাক, ‘আমরা ভক্তদের কথা দিয়েছিলাম অ্যালবাম নিয়ে আসব। সেই কথা রাখতেই রাতদিন পরিশ্রম করছি। এ বছরেই আমরা অ্যালবাম ছাড়ার বিষয়ে আশাবাদী।’

সুমনের কাছে জানা গেল, অনেকটাই গুছিয়ে এনেছেন গানগুলো। চলছে রেকর্ডিংয়ের প্রস্তুতি। এ প্রসঙ্গে তিনি ফেসবুকে লিখেছেন, ‘গত একটা সপ্তাহ ভয়ানক ব্যস্ত ছিলাম। ঘুমিয়েছি প্রতিদিন গড়ে চার ঘণ্টার বেশি না। সারাক্ষণ ব্রেনস্টর্মিং, প্ল্যানিং, স্ট্র্যাটেজি, এক্সিকিউশনের মধ্যেই ছিলাম। কোনো একটা কিছু করে সেটাতে ব্যর্থ হয়ে আবার প্রথম থেকে শুরু করছিলাম অনেক কিছুই। মন ও শরীর যেন একটু পরপর রোলারকোস্টার রাইডে উঠছিল। মজার ব্যাপারটা হলো, একবারের জন্যও মনে বিরক্তি আসেনি। কারণ, কাজটা আমার কাছে অনেক “স্পেশাল” বলা যেতে পারে।’

বেজবাবা সুমন
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

দীর্ঘদিন পর দলের সবাইকে নিয়ে গানগুলো প্রস্তুত করছেন সুমন। জমছে আগের মতো আড্ডা। কখনো গভীর রাতে বা ভোরে একসঙ্গে আড্ডা জমে উঠছে গান নিয়ে। এর কারণ, এ সময়ে তাঁরা একসঙ্গেই টানা কাজ করার চেষ্টা করেন। রাত নেই দিন নেই, সুযোগ পেলেই গান নিয়ে বসে যাচ্ছেন। সুমন বলেন, ‘ব্যান্ডের প্রত্যেক সদস্য আমার মতো পাগলামি করতে থাকে কয়েক দিনের জন্য। অনেক আনন্দের সঙ্গে কাজগুলো করছি। অল্প দিনের মধ্যেই টার্গেটের অর্ধেক কাজ শেষ করেছি। আগামী মাসে আবার ১০-১৫ দিনের জন্য স্টুডিওতে ঢুকব। শিগগিরই আমাদের অ্যালবামের বাকি অর্ধেক কাজ শেষ করব, ইনশা আল্লাহ। গত বছরের শেষে বলেছিলাম, আমাদের অষ্টম অ্যালবাম ২০২২ সালে ছাড়ব। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। ভক্তদের হতাশ করব না।’

সুমনের লেখা ও সুর করা গানটির শিরোনাম ‘বয়স হলো আমার’
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

বেশ কয়েক বছর আগে বেজবাবা সুমনের শরীরে চিকিৎসকেরা দুটি টিউমারের অস্তিত্ব পান। পরে জানা যায়, সুমন ক্যানসারে আক্রান্ত। তখন ক্যানসারটি প্রথম ধাপে থাকায় চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠছিলেন। ২০১৭ সালে চিকিৎসার পর ব্যাংককের একটি হাসপাতাল থেকে ফিরছিলেন তিনি। এমন সময় হঠাৎ তাঁকে একটি গাড়ি ধাক্কা দেয়। ব্যাংককের ওই দুর্ঘটনায় সুমনের স্পাইনাল কর্ডের ক্ষতি হয়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকেরা তাঁকে পরামর্শ দেন জার্মানিতে চিকিৎসা করানোর। সেই সময়ে (২০১৮ সালে) অসুস্থ অবস্থায় একটি গান করেছিলেন তিনি। গানটি ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিতে ব্যবহার করা হয়। তারপর গান করার পরিকল্পনার কথা থাকলেও তিনি অসুস্থতার জন্য কণ্ঠ দিতে পারেননি।

২০২২ সালে আসবে ‘অর্থহীন’ এর নতুন অ্যালবাম
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

পরে গত বছর দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফেরার কদিনের মাথায়ই সুখবর দেন সুমন। তিন বছর পর নতুন সলো গান নিয়ে আসছেন অর্থহীন ব্যান্ডের এই ভোকাল। নিজের লেখা ও সুর করা গানটির শিরোনাম ‘বয়স হলো আমার’। অসুস্থ থাকার দিনগুলোর নানা অভিজ্ঞতা গানটিতে তুলে ধরা হয়েছিল। প্রায় ১০ বছর পর প্রকাশিত একক এ গানের জন্য সুমন ভক্তদের কাছ থেকে বিপুল সাড়া পান। গানটি নিয়ে সুমন সে সময় জানিয়েছিলেন, ‘এ গানে কোনো বেজ সলো নেই, কোনো ভয়ংকর লিড নেই, ড্রামসের কোনো ক্যারিকেচার নেই। আমাদের মোহানের বাজানো অ্যাকুইস্টিক গিটারের ওপর খুব সাদামাটাভাবে আমার গাওয়া এই গান। ভক্তদের কথা ভেবে আমরা বান্দরবান গিয়ে গানটির মিউজিক ভিডিওর শুটিং করেছি।’