এনজেলের ‘তীল’ শুনে কী বলছেন শ্রোতারা
‘তীল’ শিরোনামে নতুন গান নিয়ে এলেন তরুণ সংগীতশিল্পী এনজেল নূর। বৃহস্পতিবার প্রকাশিত গানটি শ্রোতামহলে প্রশংসা কুড়িয়েছে।
১৯ ঘণ্টার ব্যবধানে ইউটিউবে ১০ হাজারেরও বেশি বার গানটি দেখা হয়েছে। দুই শতাধিক মন্তব্য জমা পড়েছে। ভারত থেকে প্রকাশ গোপ নামের এক শ্রোতা লিখেছেন, ‘তোমার গানের স্নিগ্ধতা ছুঁয়েছে নীরবে, গোপনে, মনপ্রাণে। মুগ্ধ হয়েছে মন আকাশ। রং মাখিয়েছে স্মৃতিতে, গাঢ় হয়েছে অনুভবের রং। এভাবেই গানে গানে ভরে উঠুক মনের গভীর। সাড়া ফেলুক বারংবার।’
নাদিয়া মুসতারি নামের আরেক দর্শক লিখেছেন, ‘গানটা অসাধারণ। এনজেলের কণ্ঠটা জাদুকরি, কথা ও সুর দারুণ।’
সামিহা তাসনিম নামের আরেক শ্রোতা লিখেছেন, ‘জানি না কেন জানি চোখে পানি চলে এসেছে। অসাধারণ সুন্দর কণ্ঠ। মাঝরাতে জোৎস্না দেখতে দেখতে শোনার জন্য একদম দারুণ হবে।
গাওয়ার পাশাপাশি গানটি লিখেছেন ও সুর করেছেন এনজেল। সংগীতায়োজন করেছেন শাহরিন শাহরিয়ার। গানের ভিডিও চিত্র পরিচালনা করেছেন মাহাদি রহমান। গানটির বিষয়বস্তু নিয়ে এনজেল প্রথম আলোকে বলেন, ‘বন্ধুদের সঙ্গে গল্প বলার ঢঙে গানটি করেছি।’
এই মাসের শেষ ভাগে পাকিস্তানি ব্যান্ড বায়ানকে নিয়ে ‘বায়ান লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টে গাইবেন এনজেল।
প্রথম একক গান ‘যদি আবার’ গেয়েই রাতারাতি পরিচিতি পেয়েছেন এনজেল নূর। গানটি ভারতীয় সংগীত তারকা অরিজিৎ সিং এক্স হ্যান্ডলে শেয়ার করেছিলেন।
গানের পাশাপাশি অভিনয়ও করেন এনজেল নূর। ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’ সিনেমায় অভিনয় করেছেন। আরও চারটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে একটি তামিল, একটি কলকাতার এবং দুটি ঢাকার সিনেমা।
তাঁর পুরো নাম জুলফিকার নূরী এনজেল। জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে তড়িৎ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়েছেন। বছর দুয়েক আগে স্নাতক শেষ করেছেন।