‘উষা দিদি এত বড় মাপের শিল্পী...’

কলকাতায় মিউজিক ভিডিওর শুটিংয়ের ফাঁকে অভিনেতা আবীর চট্টোপাধ্যায়, সংগীতশিল্পী সিঁথি সাহা ও উষা উথুপ।

টালিগঞ্জের অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রথমবারের মতো কোনো মিউজিক ভিডিওতে কাজ করলেন ঢাকার শিল্পী সিঁথি সাহা। ভারতীয় দুই শিল্পী উষা উত্থুপ ও ঈশান মিত্রের সঙ্গে ‘বলো দুগ্গা মা’ শিরোনামে গানে কণ্ঠও দিয়েছেন সিঁথি। দুর্গাপূজা উপলক্ষে ভারতের অডিও ও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সারেগামার ব্যানারে গানটি মুক্তি দেওয়া হবে।

মিউজিক ভিডিওতে আবির চট্টোপাধ্যায় ও সিঁথির সঙ্গে শিল্পী উষা উত্থুপও ছিলেন। শুটিং হয়েছে কলকাতায়।

সংগীতশিল্পী উষা উথুপ ও সিঁথি সাহা

শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে সিঁথি প্রথম আলোকে বলেন, ‘শুটিংয়ে যাওয়ার আগে থেকেই আমি খুব নার্ভাস ছিলাম। উষা দিদির মতো সংগীতশিল্পী ও আবির দাদার মতো এত বড় অভিনেতার সঙ্গে পর্দা ভাগাভাগি করা, আমার জন্য সহজ ছিল না। আবির দাদা আমাকে সহজ হতে সাহায্য করেছেন। একটা দৃশ্য ছিল, আবির দাদা আমার হাত ধরে টান দেবেন। হাত ধরে টান দেওয়ার সময় লজ্জা পাচ্ছিলাম। পুরো গানটিতে বেশির ভাগ জায়গায় নাচ ছিল। আমি নাচের মানুষ নই। সেটি তোলাও আমার জন্য কঠিন ছিল।’

সংগীতশিল্পী সিঁথি সাহা

সিঁথি জানান, উষা উত্থুপের দুটি শাড়ি ও গয়না পরে তিনি শুটিং করেছেন। মাস দেড়েক আগে উষা উত্থুপ ও ঈশান মিত্রের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন তিনি। তাঁর ভাষ্যে, ‘উষা দিদি এত বড় মাপের শিল্পী। আমাকে খুব ভালোবাসেন। যে কারণে হয়তো তাঁর সঙ্গে কণ্ঠ ভাগাভাগির সুযোগ দিয়েছেন আমাকে। দিদি আমার কণ্ঠ নিয়ে বেশ প্রশংসা করেছেন। এটি আমার জন্য অনেক বড় পাওয়া।’

গানের ভিডিওতে অংশ নিয়েছেন চলচ্চিত্র অভিনেতা আবীর চট্টোপাধ্যায়

গানটি লিখেছেন রাজীব দত্ত, সুর ও সংগীত করেছেন তুবাই রায়। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু।