সিডনি মাতালেন তাহসান

তাহসানফেসবুক থেকে

শ্রোতাদের গান শোনাতে অস্ট্রেলিয়ায় হাজির হয়েছেন তারকা সংগীতশিল্পী তাহসান রহমান খান। গত শনিবার সিডনির নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের সায়েন্স থিয়েটারে গান শুনিয়েছেন তিনি।
সিডনিতে ‘তাহসান লাইভ ইন সিডনি’ শোয়ের টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়েছিলেন শ্রোতারা। টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা শেষ হয়ে যায়।

গান শোনানোর মিলনায়তনভর্তি শ্রোতাদের সঙ্গে আড্ডাও দেন তাহসান। শ্রোতারা আয়োজনটি উপভোগ করেছেন বলে জানিয়েছেন।

তাহসান
প্রথম আলো

সিডনির প্রবাসী বাংলাদেশি চিকিৎসক বিলকিস আক্তার বলেন, ‘তাহসান মানেই বিশুদ্ধ সাংস্কৃতিক বিনোদন। তবে লাইভ কনসার্ট যেমনটা আশা করেছিলাম, তার চেয়েও অনেক বেশি গুণ উপভোগ্য ছিল। আমার আরও কয়েকজন বন্ধু আসতে চেয়েছিল, কিন্তু টিকিট পায়নি। প্রথম আলোর একটি খবরে পড়েছি তাহসানের মামাই নাকি টিকিট পাননি। সেদিক থেকে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি।’

রোববার মেলবোর্নে আরেকটি শোতে তাহসানের গাওয়ার কথা রয়েছে
ফেসবুক থেকে
গান শোনানোর মিলনায়তনভর্তি শ্রোতাদের সঙ্গে আড্ডাও দেন তাহসান
প্রথম আলো

‘তাহসান লাইভ ইন সিডনি’ শোতে গান ছাড়া এই অনুষ্ঠানে ‘ট্রেন্ডসেটার এক্সপো’ নামে বাংলাদেশি পোশাকের একটি ফ্যাশন শোও ছিল। অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জানিয়েছে অনুষ্ঠানের আয়োজক সিডনির ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রেমিয়ানস অস্ট্রেলিয়ার সভাপতি সালেহ জামী।


স্থানীয় সময় আজ রোববার মেলবোর্নে আরেকটি শোতে তাহসানের গাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন