ছবিতে চিরকুটের দুই দশক উদ্‌যাপন

পথচলার দুই দশক পার করেছে দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট। ফেলে আসা সময়কে স্মরণ করতে একটি উদ্‌যাপন অনুষ্ঠানের আয়োজন করে ব্যান্ডটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকে বেছে নেওয়া হয় উদ্‌যাপনের ভেন্যু হিসেবে। কারণ হিসেবে চিরকুট দলপ্রধান শারমীন সুলতানা সুমী বললেন, টিএসসি থেকেই চিরকুট ব্যান্ডের যাত্রা শুরু, তাই দুই দশক উদ্‌যাপনের ভেন্যু হিসেবে সেটাকেই যথার্থ মনে হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক চিরকুটের দুই দশক উদ্‌যাপনের কিছু মুহূর্ত। ছবি তুলেছেন দীপু মালাকার
১ / ১৫
দুই দশক পূর্তি উপলক্ষে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিশেষ কনসার্টের আয়োজন করে চিরকুট। ‘টিএসসি টু ম্যাডিসন স্কয়ার গার্ডেন’ শিরোনামের এই কনসার্টের টিকিটের মূল্য ছিল ৫০০ টাকা। ব্যান্ডের সদস্য সুমী বলেন, ‘দেশ, চলচ্চিত্র, ফোক, জলবায়ু, জনতা—এমন নানা বিষয়ে আমরা নানা ধরনের গান করেছি। এই আয়োজনে সেসব বিষয় আলাদাভাবে গুরুত্ব পেয়েছে। ছিল টিএসসি থেকে ম্যাডিসন স্কয়ার গার্ডেন পর্যন্ত যাত্রার গল্প।’
ছবি : দীপু মালাকার
২ / ১৫
‘টিএসসি টু ম্যাডিসন স্কয়ার গার্ডেন’ শিরোনামের এই কনসার্টে চিরকুট ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও ব্যান্ডের গায়ক, গীতিকার ও সুরকার শারমীন সুলতানা সুমী মঞ্চে গাইছেন। আর ভক্ত–শ্রোতারা তাঁদের প্রিয় ব্যান্ডকে এভাবে উন্মাতাল হয়ে পড়েন
ছবি : দীপু মালাকার
৩ / ১৫
মঞ্চে গাইছে ব্যান্ড চিরকুট। আর মঞ্চের সামনে তরুণদের এমন উল্লাস ক্ষণে ক্ষণে উৎসাহ ও উদ্দীপনা দিয়েছে তাদের প্রিয় ব্যান্ড। ব্যান্ডের সদস্যদের পাশাপাশি আগ্রহী শ্রোতারা তাদের সঙ্গে কণ্ঠ মেলান
ছবি : দীপু মালাকার
৪ / ১৫
চিরকুট তাদের দুই দশক পূর্তির আয়োজন নানাভাবে সাজিয়েছে। ব্যান্ডটি চলচ্চিত্রেও গান গেয়েছে। দুই বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান অভিনীত ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্রেও গেয়েছে সুমীর ব্যান্ড চিরকুট। জয়ার সঙ্গে চমৎকার সম্পর্ক সুমীর। জয়াও চিরকুট ব্যান্ডের গান খুব পছন্দ করেন। দুই দশক পূর্তির আয়োজনে চিরকুটের ভক্তদের জন্য জয়া আহসানের উপিস্থিতি ছিল সারপ্রাইজ
ছবি : দীপু মালাকার
৫ / ১৫
চিরকুট ব্যান্ডের প্রধান শারমীন সুলতানা সুমীর সঙ্গে মঞ্চে ভিন্ন রকম পরিবেশনায় অংশ নেন দুই বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান
৬ / ১৫
ব্যান্ড চিরকুটের দুই দশক পূর্তি অনুষ্ঠানে খিজির হায়াত খান পরিচালিত ‘ওরা সাতজন’ চলচ্চিত্রের ট্রেলার দেখানো হয়। এই ছবিতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। তিনি ছবির অভিজ্ঞতা ও চিরকুট নিয়ে তাঁর ভালো লাগার কথা উপস্থিত সবাইকে জানান
প্রথম আলো
৭ / ১৫
দুই দশক আগে যাত্রা শুরু করা ব্যান্ড চিরকুটের প্রথম গাওয়া গান ‘ঘরে ফেরা’ আর এখন পর্যন্ত শেষ প্রকাশিত গান ‘লালে লাল’। দীর্ঘ পথচলায় তাদের তৈরি গানের সংখ্যা প্রায় ১৫০। ‘আহা রে জীবন’, ‘কানামাছি’, ‘মরে যাব’, ‘বন্ধু গো’, ‘কাটাকুটি’, ‘উধাও’, ‘একটা ছেঁড়া দিন’, ‘জাদুর শহর’, ‘দুনিয়া’, ‘এই শহরের কাকটাও জেনে গেছে’ কিংবা ‘খাজনা’র মতো অসাধারণ সব গান শ্রোতাদের উপহার দিয়েছে
৮ / ১৫
প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’ প্রকাশিত হওয়ার পর নাটক আর সিনেমার গানেও নাম লেখায় চিরকুট। নাটকে প্রথম গান ‘জাদুর শহর’ আর সিনেমায় ‘কানামাছি’। নাটক ও সিনেমায় সাফল্য পাওয়ার পর গান করার অনেক প্রস্তাব পায় চিরকুট। কিন্তু তারা তা লুফে নেয়নি। বাংলাদেশের একমাত্র ব্যান্ড হিসেবে নিউইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনেও গান শুনিয়ে এসেছে তারা। সাহস, তারুণ্য, উদ্দীপনা, অদম্য শক্তি—সবই ব্যান্ডটির অন্যতম শক্তি, জানান সুমী। এই শক্তিকে কাজে লাগিয়েই বাংলা গান নিয়ে এগিয়ে যেতে চায় চিরকুট, জানান সুমী
৯ / ১৫
কী লক্ষ্য নিয়ে ব্যান্ড গড়েছিলেন এবং এ অবধি এসে কতটা সফল জানতে চাইলে সুমী বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল বাংলা গানের ভান্ডারে নতুন কিছু গান প্রতিষ্ঠা করা। কিছুটা হয়তো পেরেছি। অনেকটা পথ বাকি। বাংলা গান শুধু দেশে নয়, দেশের বাইরেও এগিয়ে নেওয়ার স্বপ্ন।’
১০ / ১৫
চিরকুট ব্যান্ডের হয়ে এখন যাঁদের মঞ্চ মাতাতে দেখা যায়, শুরুর দিকে তাঁদের একজন ছাড়া আর কেউই ছিলেন না। শারমিন সুলতানা সুমী, শোয়েব ও পারভেজ সাজ্জাদ—এই তিনজন মিলে ২০০২ সালে শুরু করেন চিরকুট। তাঁরা তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পথ চলতে চলতে এরপর অনেকে চলে যান, আবার অনেকে যুক্ত হন। এই আসা–যাওয়ার মধ্যে একজনই এখনো দলটা আগলে রেখেছেন। তিনি সুমী, চিরকুট ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য। কেন এই যাওয়া–আসা, জানতে চাইলে সুমী বলেন, ‘আসলে একটা ব্যান্ডে সবার মতাদর্শ সমান হয় না। অনেকে আসছেন, অনেকে চলে গেছেন।’
১১ / ১৫
আগামী দিনেও চিরকুট ব্যান্ডে অনেকে সদস্য হতে আসবেন বলে মনে করেন সুমী। তবে যারা যত দিনই থেকেছেন, সবাই পরিবারের মতো থেকেছেন। সুমী বলেন, ‘শুরু থেকে চিরকুট সব মিউজিশিয়ানের জন্য একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। শুধু মিউজিক নয়, জীবনাচরণ, আইডিয়া, মূল্যবোধের সমন্বয়ে সবকিছুর মাধ্যমে এখানে কীভাবে এগিয়ে যাওয়া যায়; তারও চর্চা করা হয়।’
প্রথম আলো
১২ / ১৫
সুমী বলেন, ‘চিরকুটে আসা–যাওয়া সব সদস্য যে যেখানে থাকুক, আমরা নিশ্চিত করব যে আমরা ভালো মিউজিক করব।’ বর্তমানে এই দলের অন্য সদস্যরা হলেন ইমন চৌধুরী, পাভেল আরীন ও জাহিদ নিরব
১৩ / ১৫
ব্যান্ড চিরকুটের দুই দশক পূর্তি আয়োজনে উপস্থিত হয়েছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ
ছবি : দীপু মালাকার
১৪ / ১৫
‘টিএসসি টু ম্যাডিসন স্কয়ার গার্ডেন’ শিরোনামের এই কনসার্টে চিরকুটের সঙ্গে অতিথি হিসেবে পারফর্ম করে এ সময়ের জনপ্রিয় পাঁচ বাংলা ব্যান্ড—ক্রিপটিক ফেইট, অ্যাশেজ, বাংলা ফাইভ, কাকতাল ও বাঙ্গু বিবি
ছবি : দীপু মালাকার
১৫ / ১৫
‘টিএসসি টু ম্যাডিসন স্কয়ার গার্ডেন’ শিরোনামের এই কনসার্টে চিরকুটের সঙ্গে একই মঞ্চে পরিবেশনায় অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির দুর্গ, কোলস্ল ও ইনট্রয়েড