আর টাকার পেছনে ছুটবেন না ‘ও টুনির মা’ গানের গায়ক

প্রমিত কুমার। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

একটিমাত্র গান দিয়েই দর্শকমনে জায়গা করে নিয়েছেন তিনি। ‘ও টুনির মা’, গানটি প্রকাশের পরই রাতারাতি শ্রোতাদের কাছে পরিচিত হয়ে ওঠতে থাকেন প্রমিত কুমার। ভাইরাল হওয়া সেই গানের শিল্পী এখন কেমন আছেন? কেমন আছেন ‘টুনিখ্যাত’ গায়ক প্রমিত?

নরসিংদীর পলাশ থানার পণ্ডিতপাড়া গ্রামে বসে ‘ও টুনির মা’ গানটি লেখেন প্রমিত কুমার। তিন দিন লাগে গানটি শেষ করতে। এরপর ঢাকায় রেকর্ডিং করাতে এলে স্টুডিও থেকে সবাই বলতে থাকেন, ‘না না, এই রকম গান চলবে না, এটা কোনো গান হলো?’ শুনে মন খারাপ হয় প্রমিতের। ইচ্ছা ছিল পঞ্চম অ্যালবামের নাম দেবেন ‘টুনির মা’। কিন্তু অডিও প্রকাশনা প্রতিষ্ঠান সেই নাম বাদ দিয়ে রাখে ‘বউ আমার চেয়ারম্যান’। এই নাম নিয়েই প্রমিতের স্বপ্নের অ্যালবামটি তাঁর হাত আসে।

কিন্তু অল্প সময়ের মধ্যেই প্রমিতের মুখে হাসি ফোটে। তিনি বুঝতে পারেন, তাঁর পছন্দের ‘ও টুনির মা’ গানটি অনেক শ্রোতাদের মধ্যে ছড়িয়ে পড়িয়েছে।

ঈদের পর প্রমিত কুমারের ‘রূপসী কন্যারে’সহ দুটি গান মুক্তি পাবে ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

পরবর্তী সময়ে গানটি তাঁকে আলোচনায় আনে। গানটি জনপ্রিয় হওয়ার পর সংগীত ক্যারিয়ার নিয়ে তাঁর মধ্যে আস্থার জায়গা তৈরি হয়। সেই আত্মবিশ্বাসেই এগিয়ে চলেছেন। গত রোববার মুঠোফোনে প্রমিত কুমার বলেন, ‘গানটি আমাকে ২০০৯ সাল থেকে এখনো অনেক কিছু দিয়ে যাচ্ছে। এতটা আমি কখনো প্রত্যাশা করিনি।’

এক যুগের বেশি সময় ধরে গান করেন প্রমিত কুমার। ইচ্ছা ছিল, একটু একটু করে গান দিয়ে ভক্তদের কাছে পৌঁছাবেন। সেখানে হঠাৎ করে তাঁর সংগীত ক্যারিয়ার বদলে দেয় ‘ও টুনির মা’। তখন তাঁর বয়স কম ছিল। যে কারণে ক্যারিয়ারে কিছু ভুল সিদ্ধান্তও নিয়েছিলেন। তিনি মনে করেন, জীবনে বেঁচে থাকার জন্য অবশ্যই অর্থ দরকার। এটা একটা নিরাপত্তা। সেই নিরাপত্তার পেছনে দীর্ঘদিন ছুটতে হয়েছে।

গানটি ভাইরাল হওয়ার দুই মাসের মাথায় ভারত থেকে কনসার্টের ডাক পান। নিজের প্রথম ভারত সফরেই প্রমিত টানা ৩০টি স্টেজ শো করেন।

প্রমিত কুমার। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

সেই থেকে সমানতালে গান করে যাচ্ছেন। ‘ও টুনির মা’খ্যাত এই গায়ক জানান, একসময় অনুরোধে ঢেঁকি গিলেছেন। এখন আর সেই পথে হাঁটবেন না। তিনি বলেন, ‘একসময় টাকার জন্য অনেক গান করেছি। সেগুলো সবই যে আমার পছন্দ, তা নয়। কম টাকায়ও গান করেছি। প্রথম দিকে কিছু ভুল ছিল। এখন আর টাকার পেছনে ছুটব না। ভালো, মানসম্পন্ন গান করব। সেভাবেই এগোচ্ছি।’

‘টুনি’ হিট হওয়ার পর ‘টুনি’ সিরিজে আরও ২০টি গান করেছেন প্রমিত। তার মধ্যে ‘টুনি সিনেমার নায়িকা হয়েছে’, ‘টুনি এখনো কথা শোনে না’, ‘নিউ টুনি’ গানগুলো প্রশংসিত হয়েছে।

প্রমিত কুমার। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

এই সিরিজের বাইরে ‘এত কষ্ট বুকের মধ্যে’ও দর্শকেরা পছন্দ করেছেন। তিনি জানান, ঈদের পর তাঁর ইউটিউব চ্যানেল থেকে ‘রূপসী কন্যারে’সহ দুটি গান মুক্তি পাবে। ঈদে গাইতে দুবাইয়ে যাচ্ছেন এই গায়ক। প্রমিত এখন প্রতি কনসার্ট মৌসুমে (শীতের সময়) ১৫টির বেশি স্টেজ শো করেন। আর বছরের অন্যান্য সময় প্রতি মাসে দুই থেকে পাঁচটি অনুষ্ঠানে গান করেন। আরও ১৫টি অ্যালবাম আছে প্রমিতের। কিন্তু সবাই তাঁকে ওই এক ‘টুনির মা’ গান দিয়েই চেনেন।