এবার মেট্রোরেলে যে গান গেয়ে ভাইরাল তাসরিফ খান

তাসরিফ খান। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের সমর্থক ও বাংলাদেশ ক্রিকেট দলকে নিজের মতো করে শুভকামনা জানালেন তরুণ গায়ক তাসরিফ খান। গিটার নিয়ে মেট্রোরেলে ওঠেন তিনি। মুখে মাস্ক থাকার কারণে প্রথমে তাসরিফকে কেউ চিনতে পারেননি। পরে মাস্ক খুলে ‘জানি বাংলাদেশ, পারবে তুমিও’ গানটি মুখে তুলে নেন তাসরিফ। ফেসবুকে ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। এক দিনেই গানটি শুনেছেন ৬০ লাখের বেশি শ্রোতা।

তাসরিফ খান। ছবি: ফেসবুক

তাসরিফ বলেন, ‘গান করার আগে বেশ নার্ভাস ছিলাম। যদিও কনসার্টে আমি পারফর্ম করে অভ্যস্ত, কিন্তু ট্রেনের ভেতর যাত্রীরা এই গান গাওয়ার ব্যাপারটা কীভাবে নেবে, তা নিয়ে কিছুটা এক্সাইটমেন্ট কাজ করছিল। প্ল্যান ছিল, যদি কেউ বিরক্ত হন, তবে সঙ্গে সঙ্গে গান বন্ধ করে ক্ষমা চেয়ে নেব। আর আনন্দ পেলে কিছুক্ষণ গান গাইব। তবে গান শুরু করার পর ডানে-বাঁয়ে খেয়াল করে দেখি, অনেকেই আমাকে চিনতে পেরেছে আবার অনেকেই বেশ এনজয় করে ভিডিও করা শুরু করেছে। কেউ কেউ আবার বগির অন্য পাশ থেকে গানের শব্দ পেয়ে ছুটে এসেছে আর মিটিমিটি হাসতে হাসতে গানটা উপভোগ করেছে।’ তিনি আরও বলেন, ‘সব মিলিয়ে এটা ছিল আমার জন্য দারুণ অভিজ্ঞতা। যদিও অর্থহীনের গান কভার করা অনেক দুঃসাহসের ব্যাপার, তা–ও গানটা গাইতে প্রচণ্ড ইচ্ছা করছিল। পরে দেখলাম অনেকেই একসঙ্গে গাইছে।’

তাসরিফ খান। ছবি: ফেসবুক

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অন্য রকম ভালোবাসা রয়েছে তাসরিফের। দলটি হারুক কিংবা জিতুক, দলটির প্রতি ভালোবাসা কখনোই কমে না। তাসরিফ মনে করেন, বাংলাদেশ দল এবার ভালো করবে। তিনি বলেন, ‘আমি বাংলাদেশ দলকে নিয়ে সব সময়ই অনেক বড় স্বপ্ন দেখি এবং সামনেও দেখব। বিজয়ে আনন্দে উচ্ছ্বাস করব, পরাজয়ে লুকিয়ে কাঁদব; কিন্তু স্বপ্নটা বড়ই থাকবে সব সময়।’

তিনি আরও বলেন, ‘এবারের এত রটনা–ঘটনা আর মান–অভিমানকে যদি শক্তিতে রূপান্তর করে মাঠের খেলায় কাজে লাগাতে পারে, তবে এ দলটাই হয়তো বড় কোনো অঘটন ঘটিয়ে ফেলবে এবার। যে অঘটন হয়তো আমাদের চোখে আনন্দ অশ্রু এনে দেবে। সেই দিন আমরা রাস্তায় নেমে গলা উঁচিয়ে চিৎকার করে বলব “জানি বাংলাদেশ, পারবে তুমিও”।’

তাসরিফ খান। ছবি: ফেসবুক

জনপ্রিয় ব্যান্ডদল অর্থহীনের ‘জানি বাংলাদেশ, পারবে তুমিও’ গানটি ২০০৮ সালে জনপ্রিয় হয়। সেই গানের পরবর্তী সংস্করণ ‘চাইতে পারো-২’-এ উঠে এসেছে ক্রিকেট নিয়ে উচ্ছ্বাস। গানের কথা, ‘চাইতেই পারো একের পর এক ম্যাচ/ স্বপ্নেও ভাববে না ধরবে তোমার ক্যাচ/ চাইতেই পারো তুমি মাত্র ৩ ওভারে/ সেঞ্চুরি হাঁকিয়ে মাঠ তুমি কাঁপাবে/ চাইতেই পারো তোমার বোলিং স্ট্রাইক/ জিতিয়ে দেবে টিমকে ইন দিস ফাইট’—গানের কথাগুলো ক্রিকেটপ্রেমীরা পছন্দ করেছেন। এখনো বাংলাদেশ দল জিতলে গানটি একসঙ্গে গেয়ে ওঠেন ভক্তরা।

মেট্রোরেলে কয়টি গান করেছেন জানতে চাইলে তাসরিফ বলেন,‘একটা গান করেই নেমে গেছি, কারণ প্ল্যানটা দুপুরে করলেও ট্রেনে যাত্রী অনেকেই ওঠানামা করছিল। যেহেতু গানের কারণে অনেকেই এসে ভিড় করেছে, তাই আমি চাইনি আমার জন্য অন্য যাত্রীদের অসুবিধা হোক। গান শেষ করে অনেকের সঙ্গেই ছবি তুলে পরবর্তী স্টেশনে আবার নেমে গিয়েছি। খুবই চমৎকার এবং স্মরণীয় একটা স্মৃতি তৈরি হলো।’