খালেদা জিয়ার আতিথেয়তা, স্মরণে হামিন
ব্যান্ড দল মাইলসের হামিন আহমেদ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুটি স্মৃতিচারণ করেছেন। ১৯৯৩-৯৪ সালে খালেদা জিয়া মাইলসকে তার সেনানিবাসের বাসভবনে আমন্ত্রণ জানালে তিনি নিজে প্লেটে খাবার তুলে দেন, যা হামিনকে মুগ্ধ করে। ২০১৪ সালে হামিনের মা ফিরোজা বেগমের মৃত্যুর পর সরকার রাষ্ট্রীয় মর্যাদা না দিলেও খালেদা জিয়া অসুস্থতা সত্ত্বেও তার ইন্দিরা রোডের বাসায় গিয়ে সান্ত্বনা দেন। হামিন তাঁর আতিথেয়তা ও মানবিকতার প্রশংসা করেন।