‘ছেলে তোর প্রেমে পড়ার কারণ’ গানকেও এবার ছাড়িয়ে যেতে চান সুমি

সুমী শবনম। ছবি: প্রথম আলো

গত বছর হঠাৎ করেই আলোচনায় আসে ‘ভাল্লাগে’ শিরোনামের একটি গান। ‘ছেলে তোর প্রেমে পড়ার কারণ’ গানটি নিয়ে অনেক টিকটক যেমন হতে থাকে, তেমনি গানটি বিভিন্ন অনুষ্ঠানেও শোনা যায়। ভাইরাল সেই গান দিয়েই পরিচিতি পান সুমী শবনম। এবার তিনি নিয়ে আসছেন ভালোবাসা ও বিরহের গান। গানটি দিয়ে ‘ভাল্লাগে’কে ছাড়িয়ে যেতে চান।

দীর্ঘদিন আগে গানটি নিয়ে পরিকল্পনা করেন এই গায়িকা। কাজ অনেকটা প্রস্তুত হলেও এত দিন গানটি ছাড়েননি। অবশেষে সেই গান প্রকাশ নিয়ে এই গায়িকা বলেন, ‘গানটি আমার অনেক পছন্দের। ভক্তদের ভালো লাগবে। গানে ভিন্নতা পাবেন। চার বছর আগে রেকর্ড করেছিলাম। গানটিতে উঠে এসেছে এই সময়ের ভালোবাসা ও বিরহের কথা। সেভাবেই গানের কথাগুলো সাজানো। গানটির কথা ও সুর শ্রোতাদের মনে দাগ কাটবে বলে আমার বিশ্বাস।’

সুমী শবনম। ছবি: ফেসবুক

এর আগে সুমী শবনমের ‘ভাল্লাগে’ গানটির ভিডিও দর্শক-শ্রোতারা প্রায় সাত কোটিবার দেখেছেন। পরে তাঁর ‘আইলসা লাগে’, ‘চান তারা জোসনা’ ও ‘তোয়ার লাই’ গানগুলোও দর্শকেরা পছন্দ করেছিলেন। তিনি বলেন, ‘সবার তো আশা থাকে অনেক বেশি। আমি এবারও নতুন গান ‘সুজন মাঝি’ নিয়ে অনেক আশাবাদী। আমার মনে হচ্ছে অন্য গানটিকে এটি ছাড়িয়ে যাবে। মাইফলক হয়ে থাকবে। এখন ভক্তরা কীভাবে গানটিকে নেন সেটাই ভাবছি।’

‘সুজন মাঝি’গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন জিয়াউদ্দিন আলম। গানটির সঙ্গে ভিডিও মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন রাব্বি চৌধুরী। গানে মডেল হয়েছেন রাব্বি চৌধুরী, মুকুল জামিল ও রুশা। গানটি প্রকাশিত হয়েছে বাংলা এক্সপ্রেস ফিল্মসের ব্যানারে। প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেলসহ বেশ কিছু ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি শোনা ও দেখা যাচ্ছে।

পোস্টারে সুমী শবনম। ছবি: ফেসবুক

মেহেরপুর জেলার গাংনী উপজেলার মহেশপুর গ্রামের মেয়ে সুমি। প্রত্যন্ত এক অঞ্চল থেকে বড় স্বপ্ন দেখাটাই ছিল তাঁর জন্য বিলাসিতা। সেই সুমি পঞ্চম শ্রেণিতে পড়াশোনার সময় প্রথম স্বপ্ন দেখেন যে ঢাকায় গিয়ে গান করবেন। ২০০১ সালে বড় ভাইয়ের সঙ্গে ঢাকায় এসে একটি অ্যালবাম করার সুযোগ পান। ‘একটা চশমা কিনে দে’ শিরোনামে ১২টি গান নিয়ে অ্যালবাম করলেন। ‘একটা চশমা কিনে দে’ গানটি সে সময় ভালোই সাড়া ফেলেছিল।

সুমী শবনম। ছবি: ফেসবুক

কিন্তু সুমীকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দেয় ক্যারিয়ার শুরুর ২২ বছর পর প্রকাশিত ‘ভাল্লাগে’ শিরোনামের গানটি। সুমী বলেন, ‘গত বছর এই গান আমাকে সবচেয়ে বেশি পরিচিতি দিয়েছে। এই গানের কারণে শ্রোতা-দর্শকেরা আমার আগের করা পুরোনো অনেক গান নতুন করে শুনছেন, ভিউও বাড়ছে গানগুলোর। দেশ-বিদেশে গাইতে ডাক আসছে। ব্যস্ততা বেড়েই চলেছে।’