দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাদশা, পাত্রী পাঞ্জাবি নায়িকা
ভারতের জনপ্রিয় র্যাপার বাদশার সঙ্গে তাঁর স্ত্রী জেসমিনের বিবাহবিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর আগে। এর পর থেকেই বাদশা নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছেন। গত বছর করণ জোহরের সঙ্গে আলাপচারিতায় বাদশা জানান, তিনি এখনো সিঙ্গেল। ২০২২ সালের শেষের দিকে জানা যায়, পাঞ্জাবি এক নায়িকার প্রেমে মজেছেন বাদশা। এক বছর ধরেই চলছে তাঁদের এই সম্পর্ক। এবার ভারতীয় গণমাধ্যম টাইমস নাউ জানিয়েছে, সেই প্রেমিকাকে বিয়ে করতে চলেছেন বাদশা।
বাদশার প্রেমিকা আর কেউই নন, পাঞ্জাবি অভিনেত্রী ইশা রাখি। জনপ্রিয় এই র্যাপারের সঙ্গে বিয়ে প্রসঙ্গে জানতে চাইলে মন্তব্য করতে রাজি হননি পাঞ্জাবি অভিনেত্রী।
বিয়ে নিয়ে বাদশাও মন্তব্য করেননি। তবে তাঁর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে টাইমস নাউ জানিয়েছে, বিয়ের প্রস্তুতি নিচ্ছেন এই র্যাপার। সূত্রমতে, এর মধ্যেই বাদশা ও রাখি তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের বিয়ের ব্যাপারে জানিয়ে রেখেছেন।
ইশা রাখি চণ্ডীগড়ের মেয়ে। বন্ধুর এক পার্টিতে ইশার সঙ্গে পরিচয় হয় বাদশার। সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব। অবশেষে বন্ধুত্ব গড়ায় প্রেমে। দুজনের মধ্যে পছন্দের ক্ষেত্রেও নাকি অনেক মিল। একই ধরনের গান, সিনেমা দেখতে পছন্দ করেন তাঁরা। নিজেদের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা এই দুই তারকার। তাই তো তাঁদের এই সম্পর্কের কথা তাঁদের পরিবারকেও জানিয়েছেন তাঁরা।
২০১২ সালে বাদশা বিয়ে করেন জেসমিনকে। ২০১৯ সালে তাঁদের দাম্পত্য জীবনে ফাটল ধরে। এর পর থেকেই তাঁরা আলাদা থাকতে শুরু করেন। ২০২০ সালে তাঁদের আট বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে। তাঁদের ঘরে রয়েছে এক মেয়ে। মায়ের সঙ্গে লন্ডনে থাকে সে।
২০০৬ সালে বাদশার সংগীত ক্যারিয়ার শুরু হয়। গানের পাশাপাশি ছবিতে অভিনয় করেন বাদশা। ২০১৯ সালে বলিউডে অভিষেক হয়েছে তাঁর। গত বছর মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘এক ভিলেন রিটার্নস’। ছবিতে অতিথি চরিত্রে দেখা যায় বাদশাকে।