এল ‘মা লো মা’

গত শুক্রবার সন্ধ্যায় কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেল ও স্পটিফাইয়ে গানটি প্রকাশিত হয়েছেছবি: কোক স্টুডিও বাংলা

‘তাঁতি’ প্রকাশের দুই সপ্তাহ পর তৃতীয় মৌসুমের দ্বিতীয় গান ‘মা লো মা’ প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। গত শুক্রবার সন্ধ্যায় কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেল ও স্পটিফাইয়ে গানটি প্রকাশিত হয়েছে।

গানের সুর, সংগীতায়োজন ও প্রযোজনা করেছেন প্রীতম হাসান
ছবি: কোক স্টুডিও বাংলা

প্রীতম হাসানের সুর, সংগীতায়োজন ও প্রযোজনায় এই গানে সাগর দেওয়ান, আরিফ দেওয়ান, র‍্যাপার আলী হাসানসহ আরও অনেককে দেখা গেছে।
দেওয়ান পরিবারের দুই সদস্য সাগর দেওয়ান ও আরিফ দেওয়ানের পূর্বপুরুষই ‘মা লো মা ঝি লো ঝি’ নামের গানটির মূল রচয়িতা।

গানের র‍্যাপ অংশ লিখেছেন ও গেয়েছেন আলী হাসান
ছবি: কোক স্টুডিও বাংলা

এর সঙ্গে ‘ছাদ পেটানো গান’–এর মিশেলে গানটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে। লোকসংগীত ‘সারি গানের’ এই ধারাটির শুরু মোগল আমলে। এই গানের একটি শহুরে সংস্করণ দেখতে পাওয়া যায়, আশি ও নব্বই দশকের রাজমিস্ত্রিদের মধ্যে। জীবিকার জন্য শহরে পাড়ি দেওয়া এই শ্রমিকরা কংক্রিটের ছাদ তৈরির সময় এ ধরনের গান গাইতেন। ছাদ পেটানোর ছন্দের সঙ্গে গানের কথা মিলে একঘেয়েমি দূর করার পাশাপাশি কাজের সময় একটি উৎসবের পরিবেশ সৃষ্টি করে। গানের র‍্যাপ অংশ লিখেছেন আলী হাসান।

কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে গানটি বাংলাদেশ থেকে ট্রেন্ডিংয়ের তালিকায় ৩ নম্বরে আছে। তৃতীয় মৌসুমের প্রথম গান ‘তাঁতি’ প্রকাশিত হয়েছে ১৩ এপ্রিল।