‘সোলস আজীবন টিকে থাকবে’

১৯৭৩ সালে চট্টগ্রামে যাত্রা শুরু করা ব্যান্ড সোলস ৫০ বছর পূর্তি উপলক্ষে নানা উদ্যোগ নিয়েছে। যার শুরুটা হয়েছে লোগো উন্মোচনের মাধ্যমে। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার গুলশান ক্লাবে লোগো উন্মোচন করা হয়। এতে ব্যান্ডের বর্তমান সদস্যরা ছাড়াও শুরুর দিককার কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। ছবিতে দেখে নেওয়া যাক আজকের দিনে সোলস ব্যান্ডের সদস্যদের
১ / ১০
চট্টগ্রামের ব্যান্ড সোলস নিজেদের দরিয়ার কূলের মানুষ হিসেবে মনে করছে। তাই ব্যান্ডের লোগোতেও সাগরের নীল জলরাশিকে প্রাধান্য দিয়েছে। তেমনি তেজোদীপ্ত ব্যাপারটি বোঝাতে রক্তাক্ত লাল রং–ও ব্যবহার করেছে তারা।
ছবি : সোলসের সৌজন্যে
২ / ১০
এসব লোগো থেকে একটি চূড়ান্ত হবে। তা হবে দর্শক রায়ে। এরই মধ্যে সোলস তাদের ফেসবুক পেজে লোগো আপলোড করেছে। ভক্ত-অনুসারীদের রায়ে ১৫ জুন পর্যন্ত যে লোগো এগিয়ে থাকবে, সেটি ব্যান্ড সদস্যরাও চূড়ান্ত করবেন বলে জানালেন।
ছবি : সোলসের সৌজন্যে
৩ / ১০
লোগো তিনটি সবার সামনে উন্মোচন করেন সোলসের সাবেক তিন সদস্য আহমেদ নেওয়াজ, পিলু খান ও রেলি পিনেরো—এ সময় উপস্থিত ছিলেন ব্যান্ডের বর্তমান সদস্যরা।
ছবি : সোলসের সৌজন্যে
৪ / ১০
সোলসের ৫০ বছর পূর্তিতে লোগো উন্মোচন অনুষ্ঠানে হাজির ছিলেন সাবেক সদস্য ও রেনেসাঁর বর্তমান সদস্য পিলু খান। তিনি বলেন, ‘সোলসের সঙ্গে থাকতে পেরে ধন্য মনে করছি। সোলসের সাফল্য দেখে অন্য সবার মতো আমারও ভালো লাগে। একটা ব্যান্ডকে টিকিয়ে রাখার জন্য, একজন কমপ্লিট মিউজিশিয়ান, লিডার দরকার। আজ ব্যান্ডের সবাই ভাগ্যবান যে পার্থর মতো একজন লিডার পেয়েছে। আমিও কৃতজ্ঞতা জানাই, সোলসকে ধরে রেখেছে। সোলস আজীবন টিকে থাকবে।’
ছবি : সোলসের সৌজন্যে
৫ / ১০
মমতাজুল হক দুলু ছিলেন সংগীতপাগল এক কিশোর। যেখানেই গানের আসর, সেখানেই দুলু। ১৯৭২ সালে সেন্ট মেরীস স্কুলে এমনই এক কনসার্টে আরেক গানপাগলের সঙ্গে পরিচয়। নাম সাজেদ উল আলম। দারুণ গিটার বাজান সাজেদ। প্রথম দিনই তাঁকে নিজের বাসায় নিয়ে গেলেন দুলু। গিটার আর বেনজু বাজিয়ে শোনালেন। দুলুর বাদনে দারুণ খুশি সাজেদ। এবার তাঁর নিজের পালা। কাজীর দেউড়ি বাসায় দুলুকে অ্যাকোর্ডিয়ান ও গিটার বাজিয়ে শোনালেন সাজেদ। পরস্পরের সঙ্গে পরিচয়ে সংগীতের প্রতি আগ্রহ বাড়ল দ্বিগুণ। ঠিক হলো, একটা অর্কেস্ট্রা গড়ে তুলবেন। সাজেদের বাবা সাহিত্যিক মাহবুব উল আলম দলের নাম ঠিক করে দিলেন ‘সুরেলা’। চট্টগ্রামের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে শুরু করে সুরেলা। একপর্যায়ে তারা বুঝতে পারে, ধ্যানধারণা পাল্টাতে হবে, হতে হবে বৈশ্বিক। এ ভাবনা থেকেই ১৯৭২ সালের শেষ দিকে সুরেলা হয়ে গেল ‘সোলস’।
ছবি : সোলসের সৌজন্যে
৬ / ১০
শুরুর দিনগুলোর স্মৃতিচারণা করতে গিয়ে মমতাজুল হক বলেন, ‘আমরা এক বন্ধু আরেক বন্ধুকে নিয়ে আসি। একজনের পরিচয়সূত্রে আরেকজনকে পাই। শুরুর দিকে তো পাড়ার অনুষ্ঠানে, ক্লাবের অনুষ্ঠানে গান করতাম। সেই সময় সাজেদ একদিন নিয়ে এল তার কলেজিয়েট স্কুলের বন্ধু সুব্রত বড়ুয়া রনিকে। তবলা ও কঙ্গো বাজাত ও। রনি আসার পর আমাদের দলে নতুন মাত্রা এল। তপন চৌধুরীও যোগ দিয়েছিল আমাদের একেবারে শুরুতে। রনিই নিয়ে এসেছিল। একদিন বিকেলে ডিসি পার্কে তপন আমাদের গান গেয়ে শোনাল। আমরা মুগ্ধ। সে যোগ দিল। আমাদের গায়কের অভাব মিটল। কদিন পর রুডি ও লরেঞ্জো নামে দুই তরুণকে নিয়ে এল রনি। তারা ইংরেজি গান গাইত। এভাবে আমরা ক্রমান্বয়ে সমৃদ্ধ হতে লাগলাম।’
ছবি : সোলসের সৌজন্যে
৭ / ১০
সোলসের আরেক অবিচ্ছেদ্য শিল্পী নকীব খান। ১৯৭৪ সালে সোলসে যোগ দেন। মাত্র ১৫ কি ১৬ বছর বয়সী এই তরুণ শিল্পী সোলসে মৌলিক গান অন্তর্ভুক্ত করেন। নকীব আগে বালার্ক ও সৈকতচারী নামে দুটি সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। সোলসের প্রথম অ্যালবাম ‘সুপার সোলস’-এর অধিকাংশ গানের সুর দিয়েছেন নকীব। পারিবারিক কারণে চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে যেতে হলো বলে নকীবকে সোলস ছাড়তে হলো ১৯৮৩ সালে।
ছবি : সোলসের সৌজন্যে
৮ / ১০
গানের জগতে সোলস একটি মাইলফলক। সোলসের নাম বললে এই নামগুলো ছাড়াও আমাদের মনে পড়ে আইয়ুব বাচ্চু, পিলু খান, নাসিম আলী খান, জেরেট, র‍্যালি পিনারু, রুডি থমাস, আহমেদ নেওয়াজের নাম। তাঁদের স্বপ্ন থেকেই সোলসের আবির্ভাব। নতুন এসেছে, পুরোনো বিদায় নিয়েছে, কিন্তু সোলসের যাত্রা অক্ষুণ্ন থেকেছে। তাই তো ৫০ বছরেও প্রবীণ হয়নি সোলস।
ছবি : সোলসের সৌজন্যে
৯ / ১০
সোলসের জনপ্রিয় ১২টি অ্যালবাম: ‘সুপার সোলস’, ‘কলেজের করিডোরে’, ‘মানুষ মাটির কাছাকাছি’, ‘ইষ্ট অ্যান্ড ওয়েস্ট’, ‘এ এমন পরিচয়’, ‘আজ দিন কাটুক গানে’, ‘অসময়ের গান’, ‘মুখরিত জীবন’, ‘তারার উঠোনে’, ‘টু-লেট’, ‘ঝুটঝামেলা’ ও ‘জ্যাম’।
ছবি : সোলসের সৌজন্যে
১০ / ১০
বর্তমানে সোলসের প্রাণপুরুষ পার্থ বড়ুয়া। তিনি বলেন, ‘সংগীতপ্রেমী মানুষের ভালোবাসায় ৫০ বছর ধরে বেঁচে আছে। মানুষের ভালোবাসার টানে রয়ে গেছি।’ সোলসের গানে বাংলাদেশের আত্মার স্বর প্রতিধ্বনিত হয়েছে। তাই ৫০ বছরেও ফুরায়নি তাদের গানের আবেদন। এখনো তরুণদের মুখর আড্ডায়, পিকনিকের আনন্দে কিংবা আলোকোজ্জ্বল মঞ্চে উল্লাসের সঙ্গে নেচে নেচে নতুন প্রজন্মের গানপ্রেমীরা গেয়ে ওঠেন ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ অথবা ‘এই মুখরিত জীবনের চলার পথে’। এগুলো জনপ্রিয় এই ব্যান্ডেরই গান। স্বাধীন বাংলাদেশের প্রায় সমবয়সী এই দল। হয়তো আরও ৫০ বছর পর সেদিনের কোনো এক তরুণের কণ্ঠেও উচ্চারিত হবে ‘কেন এই নিঃসঙ্গতা’। এভাবেই বেঁচে থাক সোলস যুগের পর যুগ।
ছবি : সোলসের সৌজন্যে