‘সন্ধ্যা নামিল শ্যাম’ নিয়ে এলেন তুহিন

চারুকলার বকুলতলায় গাইছেন তুহিন কান্তি দাসছবি: শিল্পীর সৌজন্যে

নিয়মিত গান করছেন তুহিন কান্তি দাস। কখনো তুহিনের কথা, কখনো সুরে আশ্রয় খুঁজেছেন শ্রোতারা। এবার প্রথমবারের মতো একক অ্যালবাম ‘সন্ধ্যা নামিল শ্যাম’ নিয়ে এলেন তিনি।
গত শুক্রবার বিকেলে চারুকলার বকুলতলায় আনুষ্ঠানিকভাবে অ্যালবামটি প্রকাশ করা হয়েছে। ফেসবুক ও ইউটিউবে অ্যালবামের শিরোনাম সংগীত ‘সন্ধ্যা নামিল শ্যাম’ প্রকাশ করেছেন তিনি।

নিজের কথা ও সুরে গানে কণ্ঠ দিয়েছেন তুহিন। তরুণ সংগীত পরিচালক সোহান আলীর সংগীত আয়োজনে গানটিতে মডেল নানজিবা তোরসা ও খালিদ মাহমুদ সাদকে দেখা গেছে। গানের ভিডিও চিত্রটি নির্মাণ করেছেন সৈয়দা নীলিমা দোলা। ভিডিওটির ক্রিয়েটিভ প্রোডিউসার হিসেবে ছিলেন তন্ময় পাল রজত।

গানটি প্রকাশের পর শ্রোতাদের অনেকেই মুগ্ধতার কথা জানিয়েছেন। সংগীতশিল্পী আহমেদ হাসান সানি লিখেছেন, ‘কী অদ্ভুত সুন্দর।’ শাহরিয়ার শামিম নামের এক শ্রোতা লিখেছেন, ‘সারা দিন গানটি কম করে হলেও ৩০ বারের মতো শুনেছি।’
অ্যালবামে মোট চারটি গান থাকছে। তুহিন কান্তি দাস আজ সোমবার বিকেলে প্রথম আলোকে জানান, ১৫ দিন পরপর বাকি তিন গান, ‘আসমানেরও চাঁদ’, ‘দরদিয়া’, ‘হারিয়ে টের পাই’ প্রকাশ করা হবে।

কৃষ্ণপক্ষ ব্যান্ডের জনপ্রিয় গান ‘চান্দের গাড়ি’সহ বেশ কয়েকটি গানের কথা ও সুরকার হিসেবে পরিচিতি পেয়েছেন তুহিন।