আলোচিত গান ‘ফিরে তাকালে’ শুনে কী বলছেন শ্রোতারা
‘যেভাবে তুমি ফিরে তাকালে/অমনি আমি হারিয়ে গেছি’, এমন কথায় ঘোরলাগা সুরের গানটি প্রশংসা কুড়িয়েছে। মাস তিনেক আগে নিজের ইউটিউব চ্যানেলে ‘ফিরে তাকালে’ শিরোনামে গানটি প্রকাশ করেছেন তরুণ সংগীতশিল্পী এম আর মৃদুল। গানের কথা ও সুরও বেঁধেছেন মৃদুল।
এম আর মৃদুল নামে ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার আড়াই হাজারের মতো। তবে গানের ভিডিওটি প্রায় সাড়ে ৪ লাখবারের মতো ‘ভিউ’ হয়েছে। প্রায় ৬০০–এর মতো মন্তব্য জমা পড়েছে।
শ্রোতারা গানটির হৃদয়গ্রাহী সুর ও কথার প্রশংসায় মজেছেন। মাহবুবুর রহমান নামে এক শ্রোতা ইউটিউবে মন্তব্য করেছেন ‘বাহ! এসেই গেল তবে। অভিনন্দন মৃদুল।’ মনিরুজ্জামান নামে আরেক শ্রোতা লিখেছেন, ‘খুব সুন্দর।’
রঙের গান নামে আরেকটি চ্যানেল থেকে লেখা হয়েছে, ‘আহা মন ছুঁয়ে গেল। আহা! কি সুন্দর গান। মনখানা জুড়িয়ে গেল। অসাধারণ হয়েছে।’
রাজশাহীর শিল্পী মৃদুল কয়েক বছর ধরেই নিয়মিত গান করছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। বাংলাদেশ বেতার রংপুরের একজন তালিকভুক্ত শিল্পী তিনি। পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।