প্রথমবারের মতো ইমনের সুরে গাইলেন ইমন
শওকত আলী ইমন আর ইমন সাহা সবার কাছে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে পরিচিত। দুজনেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। প্রথমজনকে মাঝেমধ্যে গান গাইতে দেখা গেলে সে তুলনায় ইমন সাহাকে একেবারে দেখা যায় না বললেই চলে। দুজনেই দেশের সমৃদ্ধ সংগীত পরিবারেরও সদস্য। এবার দেশের দুই সংগীত পরিচালক একটি গানের জন্য একত্রিত হলেন। শওকত আলী ইমনের সুর ও সংগীতে কণ্ঠ দিলেন ইমন সাহা। গতকাল ঢাকার ইস্কাটনের ভেলোসিটি স্টুডিওতে গানটির কণ্ঠ ধারণের কাজ শেষ হয়েছে।
বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’ অনুষ্ঠানের জন্য গানটি তৈরি হয়েছে বলে জানালেন গায়ক ও সংগীত পরিচালক শওকত আলী ইমন। তিনি জানালেন, এই গানে আরও কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর। গানটি গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানের জন্য তৈরি হয়েছে। প্রথম আলোর সঙ্গে আলাপে আজ বুধবার শওকত আলী ইমন বললেন, ‘গ্র্যান্ড ফিনালেতে ভিন্ন রকম কিছু একটা করতেই বিচারকদের নিয়ে গান তৈরির এই পরিকল্পনা করা হয়। যেটির সুর ও সংগীত পরিচালনার দায়িত্ব আমার ওপর পড়ে। যথারীতি আমরা তিন বিচারক গেয়েছি। আঁখি তো আমার সুর ও সংগীতে অনেক গান গেয়েছে, এবারই প্রথম গাইল ইমন সাহা। ওর কণ্ঠ গানটিতে ভিন্ন একটা মাত্রা যোগ করেছে। ওর গায়কী আমাকে মুগ্ধও করেছে।’
কথায় কথায় শওকত আলী ইমন বললেন, ‘আঁখি, ইমন আর আমি—পারিবারিকভাবেও আমাদের চমৎকার সম্পর্ক। ইমন তো রেকর্ডিংয়ের সময় মজাচ্ছ্বলে বলছিল, আমি আরও মনে মনে ভাবছিলাম, আপনাকে দিয়ে চলচ্চিত্রের গান গাওয়াব। বিষয়টা তো উল্টে গেল। আপনার সুর ও সংগীতে আমাকে গাওয়ালেন। বিষয়টা বেশ ইন্টারেস্টিং। সুন্দর স্মৃতি হয়ে থাকবে।’
রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’ অনুষ্ঠানের জন্য ‘আমি বাংলার গায়েন’ শিরোনামের গানটির কথা লিখেছেন জাকির মাস্টার। সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন।
ছোটবেলা থেকেই এই সুরকার ও সংগীত পরিচালকের ভক্ত উল্লেখ করে নিজের ফেসবুকে ইমন সাহা লিখেছেন, ‘সংগীতে হাতে গোনা যে কয়েকজন আমার অনুপ্রেরণা হিসেবে মনে করি, শওকত আলী ইমন ভাই তাঁদের মধ্যে একজন। আমার একটা ইচ্ছা ছিল, ইমন ভাইকে দিয়ে আমার সুর ও সংগীতে প্লেব্যাক করাব, যা তিনি জানতেনও না। কিন্তু তার আগে তিনিই আমাকে দিয়ে গান গাওয়ায়ে ফেললেন। সব সময় আন্তরিক সহযোগিতা করার জন্য ইমন ভাইকে ধন্যবাদ।’
জানা গেছে, কাল ‘বাংলার গায়েন’ অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালের স্টুডিও রেকর্ডিং হয়ে গেলেও কে হচ্ছেন সেরা, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন। শওকত আলী ইমনের সুর ও সংগীতে ইমন সাহার গাওয়া গানটি শুনতেও তত দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।