নতুন পরিচয়ে আসছেন এ আর রহমান-কন্যা খাদিজা
সুরকার হিসেবে এ আর রহমানের খ্যাতি দুনিয়া-জোড়া। প্রায় দুই যুগ ধরে হিন্দি ও দক্ষিণি সিনেমায় কাজ করে যাচ্ছেন তিনি। এবার সুরকার হিসেবে অভিষেক হচ্ছে এ আর রহমানের কন্যা খাদিজা রহমানের। খবর বলিউড হাঙ্গামার
তামিল সিনেমা ‘মিনমিনি’ দিয়ে সুরকার হিসেবে অভিষেক হচ্ছে খাদিজা রহমানের। ছবির পরিচালক হালিথা শামীম আজ সোমবার সকালে এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন। হালিথা লিখেছেন, ‘খাদিজার মতো ব্যতিক্রমী প্রতিভার সঙ্গে কাজ করতে পেরে খুব আনন্দিত। দারুণ গায়িকা সে, দুর্দান্ত সুরকারও বটে। দুর্দান্ত কিছু গান আসছে।’
সুরকার হিসেবে খাদিজার অভিষেকের খবরে অনেক ভক্ত-অনুসারী তাঁকে অভিনন্দন জানিয়েছেন। একজন লিখেছেন, ‘খাদিজার গান আমার পছন্দ। তাঁর সুরে গান শুনতে তর সইছে না।’
সুরকার হিসেবে অভিষেক নিয়ে এর আগে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে খাদিজা বলেন, ‘গত বছরই আমি ঠিক করেছিলাম, আমি কী কী করতে চাই। তখন আমি একসঙ্গে অনেক কিছু করছিলাম। নিজেরই মনে হচ্ছিল—এত কিছু করা কঠিন।
কিন্তু এরপরই এক নারী পরিচালক প্রজেক্টটি নিয়ে আমার কাছে আসেন। তখন তাঁকে বলি, আমার সিদ্ধান্ত বদল করেছি (শুধু গান গাওয়া)। আমাকে এখনো সুরকার হিসেবে চান কি না। পরে তিনি আমার সুর শুনে পছন্দ করেন। বলেন, কণ্ঠের মতো তোমার সুরও দারুণ।’
খাদিজার সংগীতশিল্পী হিসেবে অভিষেক ২০১০ সালে, তামিল সিনেমা ‘এনথিরান’ দিয়ে। এরপর হিন্দি, তেলেগুসহ বিভিন্ন ভাষার গানে কণ্ঠ দিয়েছেন খাদিজা।