স্পটিফাইয়ে ইতিহাস গড়লেন জাংকুক

জাংকুকছবি: বিগহিট মিউজিক

প্রথম একক গান ‘সেভেন’ প্রকাশের পর একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন বিটিএস তারকা জাংকুক। এবার স্পটিফাইয়ে টানা ৬ সপ্তাহ ধরে সেরা গানের সাপ্তাহিক তালিকার শীর্ষে থেকে ইতিহাস গড়লেন তিনি। খবর কোরিয়া টাইমসের
এশিয়ার প্রথম কোনো গায়ক হিসেবে এই রেকর্ডের ভাগীদার হলেন ২৫ বছর বয়সী জাংকুক। সাপ্তাহিক তালিকার পাশাপাশি স্পটিফাইয়ের দৈনিক তালিকাতেও ৪২ দিন ধরে শীর্ষে রয়েছে গানটি।

গত ১৪ জুলাই গানটি প্রকাশ করেছেন জাংকুক। এখনো গানটি শুনতে হুমড়ি খেয়ে পড়ছেন শ্রোতারা। স্পটিফাইয়ের হিসাবে, গানটি প্রতিদিন ৭৬ লাখের বেশিবার শুনছেন শ্রোতারা। সপ্তাহে ৫৩ মিলিয়নের বেশিবার শোনা হচ্ছে ‘সেভেন’।

গানটি ইতিমধ্যে বিলবোর্ডের একক গানের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছিল।
গত বছরের জুনে বিটিএস থেকে বিরতি নেন জাংকুক, জিমিনরা। বিরতির মাঝখানে গত বছর কাতারে আয়োজিত ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছেন জাংকুক। গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের গায়ক চার্লি পুথের সঙ্গে ‘লেফট অ্যান্ড রাইট’ শিরোনামে একটি গান প্রকাশ করেছেন জাংকুক।

মাত্র ১২ বছর বয়সে বিটিএসে যোগ দেন জাংকুক। ২৫ পেরোনোর আগেই নিজেকে খ্যাতির চূড়ায় নিয়ে যান এই বিটিএস তারকা। ‘বিগিন’, ‘ইউফোরিয়া’ থেকে ‘ড্রিমারস’—এক দশকের ক্যারিয়ারে একের পর এক হিট গানে নিজেকে ছাড়িয়ে গেছেন।

আরও পড়ুন