১১তম বাংলা খেয়াল উৎসব আগামীকাল

সংগীতজ্ঞ আজাদ রহমান । ছবি: সংগৃহীত

আবার শুরু হচ্ছে বাংলা খেয়াল উৎসব। এবার হবে উৎসবের ১১তম আসর। আজাদ রহমানের হাত ধরে চ্যানেল আইয়ে প্রথমবার শুরু হয়েছিল বাংলা খেয়াল উৎসব। কিন্তু বছর দুয়েক আগে প্রয়াত হন উৎসবের অন্যতম আয়োজক, বাংলা খেয়ালের উদ্যোক্তা সংগীতজ্ঞ চেয়ারম্যান আজাদ রহমান।

আরও পড়ুন

তাঁর স্মরণে এবারও শুরু হতে যাচ্ছে এ উৎসব।
আয়োজক প্রতিষ্ঠান চ্যানেল আই জানিয়েছে, প্রতিবারের মতো এবারও তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ের ছাদবারান্দায় হবে বাংলা খেয়াল উৎসব। অনুষ্ঠান শুরু হবে ৩১ জানুয়ারি বিকেল ৫টা ১০ মিনিটে, শেষ হবে আগামী ১ ফেব্রুয়ারি সকাল ৯টায়।

এবারের উৎসব নিয়ে জানাতে গতকাল সোমবার দুপুরে চ্যানেল আইয়ের তেজগাঁও কার্যালয়ে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, প্রয়াত আজাদ রহমানের সহধর্মিনী ও সংগীতশিল্পী সেলিনা আজাদ, ওস্তাদ করিম শাহাবুদ্দিন, লীনা তাপসী খান, নাশিদ কামাল প্রমুখ।

সংবাদ সম্মেলনে শাইখ সিরাজ বলেন, ‘দশ বছর পার করে এবার বাংলা খেয়াল উৎসব ১১ বছরে পা দিচ্ছে। আমরা প্রতিবছরই ভাষার মাস ফেব্রুয়ারিকে মাথায় রেখে এ আয়োজন করে থাকি, এবারও যার ব্যতিক্রম হচ্ছে না। প্রতিবারের মতো এবারের আয়োজনেও শতাধিক শিশু খেয়ালশিল্পীর পাশাপাশি খেয়াল ওস্তাদেরা অংশগ্রহণ করবেন। বাংলা খেয়াল ঘিরে চ্যানেল আইয়ের এ আয়োজন ইতিমধ্যেই অনেকটা পরিচিতি পেয়েছে। যদিও এখনো এটি সর্বত্র না পৌঁছালেও আশা করি যে পৃষ্ঠপোষকতা জোরদার হলে এটি অনেকটাই এগিয়ে যাবে।’

প্রয়াত আজাদ রহমানের সহধর্মিনী সেলিনা আজাদ বলেন, ‘আপনারা জানেন, প্রয়াত সংগীতজ্ঞ আজাদ রহমান তাঁর জীবনের একটি দীর্ঘ সময় এই বাংলা খেয়ালের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বাংলা খেয়ালের একটি নব দিগন্তের সূচনা করেন। অনেক বাধা–বিপত্তির পরও তিনি তাঁর এই কর্ম জীবনের শেষ অবধি লালন করেছেন।’
এবারের অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অনন্যা রুমা।