আমাকে মামলাটিতে জড়িয়ে যে ক্ষতি করা হয়েছে, তার ক্ষতিপূরণ চাই: নোরা ফাতেহি

আজ দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে নিজের জবানবন্দি দিতে হাজির হয়েছিলেন নোরা
এএনআই

প্রতারণার দায়ে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের মামলায় উঠে এসেছে অনেক বলিউড তারকার নাম। তার মধ্যে সবচেয়ে বেশি চর্চিত হয়েছে জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহির কথা। এ মামলার জিজ্ঞাসাবাদে নোরার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন জ্যাকুলিন, যা অনেকবারই খবরের শিরোনাম হয়েছে। এরপরই জ্যাকুলিনের বিরুদ্ধে মানহানির মামলা করেন নোরা। আজ সোমবার সেই মামলায় দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে নিজের জবানবন্দি দিতে হাজির হয়েছিলেন নোরা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

নোরা ফতেহি। এএনআই

আদালতে নোরা বলেন, ‘জ্যাকুলিন ফার্নান্দেজ ছাড়াও কিছু সংবাদমাধ্যমের বিরুদ্ধেও আমি মামলা করেছি। ওরা আমাকে সুযোগসন্ধানী বলেছে। পাশাপাশি দাবি করেছে, আমি নাকি সুকেশের সঙ্গে সম্পর্কে ছিলাম। এ ধরনের মিথ্যা অভিযোগ সাধারণ মানুষের সামনে আমার সম্মানহানি করেছে।’

নোরা আরও জানান, সুকেশের বিরুদ্ধে যে ২০০ কোটি রুপির প্রতারণার অভিযোগ উঠেছে, তার সঙ্গে যে ওই ঘটনার সম্পর্ক নেই, সেটা পরিষ্কার করতে নিজেই এ মামলা করেছেন তিনি।

আরও পড়ুন

তাঁকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে, উল্লেখ করে এই অভিনেত্রী আরও বলেন, ‘বিশেষ কয়েকজনকে আড়াল করতেই এ ঘটনায় আমাকে বলির পাঁঠা বানানো হয়েছিল।

নোরা ফতেহি
ফেসবুক থেকে নেওয়া

কারণ, আমি বাইরে থেকে এসেছি—আমাকে সহজেই লক্ষ্যবস্তু বানানো যায়। আমাকে মামলাটিতে জড়িয়ে ক্যারিয়ারের যে ক্ষতি করা হয়েছে, তার ক্ষতিপূরণ চাই।’

নোরা ফাতেহি জানান, তাঁর সঙ্গে একবারই অভিযুক্ত চন্দ্রশেখরের কথা হয়েছে। চন্দ্রশেখরের স্ত্রী লীনা মারিয়া পলের আমন্ত্রণে চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠানে লীনার মাধ্যমে ফোনে কথা হয় নোরার।

‘ওই অনুষ্ঠানে অভিযুক্ত ব্যক্তি আমাকে আইফোন ও গুচির ব্যাগ উপহার দেন। সেটা অবশ্যই লীনার মাধ্যমে। চন্দ্রশেখরের কাছ থেকে কোনো উপহার নিইনি আমি,’ বলেন নোরা। এ ছাড়া চন্দ্রশেখরের কাছ থেকে বিলাসবহুল গাড়ি নেওয়ার অভিযোগও অস্বীকার করেন তিনি।