এসেছে ফারিহার ‘ছুঁয়ে যা দৃষ্টি’

কণ্ঠশিল্পী ফারিহা জাহানকবির হোসেন

‘আকাশজুড়ে মেঘের সারি, বৃষ্টিভেজা হাওয়া...বৃষ্টি রে বৃষ্টি, ছুঁয়ে যা দৃষ্টি, অঝোর ধারায় বারে বারে...। তরুণ কণ্ঠশিল্পী ফারিহা জাহানের নতুন গান ‘ছুঁয়ে যা দৃষ্টি’ গানের শুরুর কথাগুলো এমন। সম্প্রতি সিএমভি মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে গানটি ভিডিও চিত্র অবমুক্ত হয়েছে। যেখানে গানের ভিডিও চিত্রে নিজেও অংশ নিয়েছেন গায়িকা ফারিহা। গানের তালে তালে নেচেছেন তিনি। চোখজুড়ানো প্রাকৃতিক পরিবেশে গানটির দৃশ্য ধারণ করা হয়েছে। পাহাড়ে সাদামাটা সাজে বৃষ্টি-প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে এতে পারফর্ম করেছেন ফারিহা। তাঁকে সঙ্গ দিয়েছে এক শিশুশিল্পী। অভিষেকেই গান-নাচ দুটোর সমন্বয় করতে হয়েছে তাঁকে।
ফারিহার গানটি ইউটিউবে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে। ইউটিউবের মন্তব্য ঘরে ইতিবাচক মন্তব্য জমা হয়েছে। গানের পাশাপাশি অনেকে ভিডিও চিত্রের দৃশ্য ও শিল্পীর নৃত্যের প্রশংসা করেছেন।

গানের সঙ্গে সখ্য ছোটবেলা থেকেই। শিল্পকলা একাডেমি থেকে সংগীতে হাতেখড়ি। বর্তমানে শাস্ত্রীয় সংগীতে তালিম নিচ্ছেন প্রিয়াঙ্কা গোপের কাছে। এর ফাঁকেই মৌলিক গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করলেন ফারিহা জাহান।

কণ্ঠশিল্পী ফারিহা জাহান
কবির হোসেন

গানটি নিয়ে ফারিহা জাহান জানালেন এটি প্রথম মৌলিক গান। গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এ শিল্পী বলেন, ‘খুব একটা পরিকল্পনা করে গানটি করা হয়নি।

কেননা, আমার ইচ্ছা ছিল অন্তত পড়াশোনা শেষ করে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করব। অবশ্য বিজ্ঞাপনের কাজে কণ্ঠ দিয়ে আসছি অনেক দিন ধরে। সেই সূত্রেই ইমন ভাইয়ের সঙ্গে পরিচয়।

আর তিনিই এই গানটির জন্য আমাকে ডাকেন। রেকর্ড করার পর নিজেরও ভালো লেগে যায়। তাই সিদ্ধান্ত নিই, এই গানের মাধ্যমেই আমার মৌলিক যাত্রা শুরু হবে। আমার খুব ভালো লেগেছে শুরুর দিকে আমি ইমন ভাইয়ের মতো গুণী একজন সুরকারের গান করতে পেরেছি।’

‘ছুঁয়ে যা দৃষ্টি’ শিরোনামের গানটি লিখেছেন এ মিজান। এর সুর-সংগীত সাজিয়েছেন শওকত আলী ইমন। ভিডিও নির্মাণ করেছেন শিবরাম শর্মা।

কণ্ঠশিল্পী ফারিহা জাহান
কবির হোসেন