গান-নৃত্যে নজরুল উৎসব শুরু

আজ ছায়ানট ভবন মিলনায়তনে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা আয়োজিত দুই দিনের নজরুল উৎসবের উদ্বোধনীতে সমবেত সংগীত পরিবেশন করছেন শিল্পীরানজরুলসংগীত সংস্থা


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে দুই দিনব্যাপী ‘নজরুল উৎসব ২০২৫’–এর আয়োজন করেছে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা। আজ বিকেলে ঢাকার ছায়ানট সংস্কৃতি ভবনে উদ্বোধনী আয়োজনে গান ও কবিতায় নজরুলকে স্মরণ করেছেন শিল্পীরা।

দলীয় সংগীত ‘দাও শৌর্য দাও ধৈর্য’ পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর নজরুলের ধ্রুপদাঙ্গের শ্যামাসংগীত ‘খড়্গ নিয়ে মাতিস রণে’ শোনান অভিজিত কুণ্ডু। নজরুলের খেয়ালাঙ্গের গান শোনান মনিষ সরকার, মৌমিতা হক, মোহিত খান।

একক পরিবেশনা। ছবি: প্রথম আলো

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মঞ্চে নৃত্যালেখ্য ‘জাগে জ্যোতির্ময়’ পরিবেশন করেছে ধৃতি নর্তনালয়। নৃত্য পরিচালনা করেছেন ওয়ার্দা রিহাব।

এরপর নজরুল রচিত ঠুমরি অঙ্গের গান শোনাবেন ভাস্কর দেবনাথ, মিরাজুল জান্নাত ও সুমন মজুমদার। নজরুলের গজল অঙ্গের গান পরিবেশন করবেন রেজাউল করিম, আনিলা আমীরসহ আরও অনেকে। নজরুলের ভক্তিমূলক গান শোনাবেন নাসিমা শাহীন, আফসানা রুনা।

রাগাশ্রয়ী গান ‘মোর না মিটিতে আশা’ শোনাবেন প্রিয়াঙ্কা গোপ। রাত ৯টার দিকে সমবেত পরিবেশনা ‘জয় হোক জয় হোক’ দিয়ে প্রথম দিনের পরিবেশনার পর্দা নামবে।
এর আগে বিকেলে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন নজরুলসংগীত সংস্থার সভাপতি শিল্পী ইয়াকুব আলী খান।

নজরুলসংগীত সংস্থার সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল বলেন, `তিনি কত বড় মানুষই না ছিলেন! তাঁর চেতনা, মানবিকতা আর উদার্য বিস্ময়কর। আজ সমগ্র পৃথিবী হিংসা ও ভেদবুদ্ধিতে ক্ষতবিক্ষত। অথচ আজ থেকে বহু বছর আগে পশ্চিমবঙ্গের এক হতদরিদ্র পরিবারে জন্মলাভ করে, জীবনের নানা সংকট ও বাধা অতিক্রম করে নিজের প্রতিভা দিয়ে শুধু বাঙালির হৃদয়ই জয় করেননি। সেই সঙ্গে বাঙালির আত্মপরিচয়ের এমন একটা উদার ও মানবিক রূপরেখা তৈরি করে গেছেন, সেটা আজও বাঙালির জন্য অনুকরণীয়।'

বিশেষ অতিথির বক্তব্যে প্রাবন্ধিক মফিদুল হক বলেন, ‘কাজী নজরুল ইসলাম যেমন আমাদের জাতীয় কবি, তেমনি তিনি আমাদের প্রাণের মানুষ। বাঙালিকে বারবার নজরুলের কাছে ফিরতে হয়।’

দুই দিনের নজরুল উৎসব শেষ হবে আগামীকাল মঙ্গলবার। এদিনও সন্ধ্যায় থাকছে নজরুলের গান।

নজরুল উৎসবে আয়োজিত আমন্ত্রিত অতিথিরা
নজরুলসংগীত সংস্থা
আরও পড়ুন