নির্দোষ প্রমাণিত হলেন জনপ্রিয় র‍্যাপার

আদালতে মার্কিন র‍্যাপার এসাপ রকি। এএফপি

মার্কিন র‍্যাপার এসাপ রকি (প্রকৃত নাম রাকিম মেয়ার্স) আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হয়েছেন। রকির বিরুদ্ধে তাঁরই সাবেক বন্ধু এসাপ রেলির (প্রকৃত নাম টেরেল ইপহর্ন) ওপর গুলি চালানো অভিযোগ ছিল। তবে তিন সপ্তাহের শুনানি শেষে গতকাল মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের আদালত রকিকে নির্দোষ ঘোষণা করেন। খবর ভ্যারাইটির

২০২১ সালের ৬ নভেম্বর হলিউডের ডাব্লিউ হোটেলে রকি ও রেলির মধ্যে কাজিয়া হয়। রেলির অভিযোগ, একপর্যায়ে রকি তাঁর মাথায় ও পেটে বন্দুক তাক করেন। রেলি আরও অভিযোগ করেন, রকি বন্দুক থেকে গুলিও ছুড়েছিলেন। পরে জানা যায়, রকি আসলে খেলনা আগ্নেয়াস্ত্র বহন করছিলেন।

তবে আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হয়েছেন রকি। দোষী সাব্যস্ত হলে রকির ২০ বছরেরও বেশি কারাদণ্ড হতে পারত। গতকাল রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন রকি। নির্দোষ ঘোষণার পর আদালতে উপস্থিত অনেককে জড়িয়ে ধরতে দেখা যায় তাঁকে।

আরও পড়ুন

এ সময়ের আলোচিত সংগীতশিল্পীদের একজন রকি। ক্যারিবিয়ান গায়িকা রিয়ানার প্রেমিক তিনি। রকির ঔরসে দুই সন্তানের জন্ম দিয়েছেন রিয়ানা।