কারা পেলেন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এর এবারের আসরে গত ১০ বছরের চলচ্চিত্রের সেরা গানে শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পেয়েছেন কবির বকুলছবি : ফেসবুক

দেশীয় সংগীতের পৃষ্ঠপোষকতা করতে ও সংগীতের নানা শাখায় সংশ্লিষ্ট ব্যক্তিদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে চ্যানেল আই আয়োজন করে আসছে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’। গতকাল মঙ্গলবার এই আয়োজনের ১৭তম আসর অনুষ্ঠিত হয়। পদ্মা সেতুর পশ্চিম প্রান্তের শেখ রাসেল সেনানিবাসে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ‘ঐক্য ডটকম ডট বিডি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২২’–এর জমকালো আসর।
এবারের আসরে রবীন্দ্রসংগীতের বরেণ্য শিল্পী ও সংগীতশিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারার চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’–এর এবারের তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সনদ তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, অর্থমূল্য চেক তুলে দেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং উত্তরীয় পরিয়ে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আকতার।

গত ১০ বছরের চলচ্চিত্রের সেরা গানে শ্রেষ্ঠ শিল্পী হিসেবে পুরস্কার পেয়েছেন চন্দন সিনহা

শেখ রাসেলের জন্মদিনে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আয়োজিত চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ১৭তম আসর ছিল সংগীতাঙ্গনের তারকায় পরিপূর্ণ। সংগীত তারকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিরা। পুরস্কার প্রদানের ফাঁকে অনুষ্ঠানে গান পরিবেশন করেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, রেজওয়ানা চৌধুরী বন্যা, মোহাম্মদ খুরশীদ আলম, নকিব খান, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, মমতাজ, মানাম আহমেদ, শামা রহমান, শফি মণ্ডল, হাবিব ওয়াহিদ, কোনাল, ইমরান, ঝিলিক, সাব্বির, অণিমা রায়, সায়রা রেজা, কিশোর এবং চ্যানেল আইয়ের বিভিন্ন সময়ের রিয়েলিটি শো সেরাকণ্ঠ, ক্ষুদে গানরাজ, গানের রাজা ও বাংলার গায়েনের শিল্পীরা।

গত ১০ বছরের চলচ্চিত্রের সেরা গানে শ্রেষ্ঠ সুরকার কৌশিক হোসেন পুরষ্কার পেয়েছেন

গানের বাইরে বিভিন্ন গানের পরিবেশনায় অংশ নেন বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ, সিয়াম, নুসরাত ফারিয়া, সাবিলা নূর, দীঘি প্রমুখ।
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ১৭তম আসরের সঞ্চালনায় ছিলেন সংগীতশিল্পী কোনাল আর অপু মাহফুজ।
আজীবন সম্মাননাসহ অন্যান্য ক্ষেত্রে যাঁরা পুরস্কার পেয়েছেন, দেখে নেওয়া যাক তাঁদের তালিকা।
সেরা হলেন যাঁরা
আজীবন সম্মাননা: রেজওয়ানা চৌধুরী বন্যা
আধুনিক গান
শ্রেষ্ঠ শিল্পী: ফাহমিদা নবী
শ্রেষ্ঠ সুরকার: কিশোর
শ্রেষ্ঠ গীতিকার: আসিফ ইকবাল

পুরস্কার প্রদানের ফাঁকে অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পীরা

সিনেমার গান

শ্রেষ্ঠ শিল্পী: ইমরান মাহমুদুল
শ্রেষ্ঠ সুরকার: ইমন চৌধুরী
শ্রেষ্ঠ গীতিকার: মীর সাব্বির, রাত জাগা ফুল (বানর বন্ধু)
শ্রেষ্ঠ রবীন্দ্রসংগীতশিল্পী: সোমা রহমান
শ্রেষ্ঠ উচ্চাঙ্গসংগীতশিল্পী: রুবা, টুংটাং, আশিক
শ্রেষ্ঠ লোকসংগীতশিল্পী (পল্লিগীতি ও মরমি): বাউল সুকুমার
শ্রেষ্ঠ নজরুলসংগীতশিল্পী: প্রিয়াঙ্কা গোপ
বিশেষ সম্মাননা: সাদিয়া আফরিন মল্লিক
বিষয়ভিত্তিক গান
শ্রেষ্ঠ গীতিকার: জুলফিকার রাসেল
শ্রেষ্ঠ সুরকার: শফিক তুহিন
শ্রেষ্ঠ শিল্পী: ঝিলিক
শ্রেষ্ঠ ব্যান্ড: রেনেসাঁ
শ্রেষ্ঠ মিউজিক ভিডিও: পিপলু আর খান
মিউজিক ভিডিও ক্যাটাগরিতে: নির্মাতা পিপলু আর খান, শিল্পী সুস্মিতা আনিস

ফরিদুর রেজা সাগর

গত ১০ বছরের সেরা সিনেমার গান
শ্রেষ্ঠ গীতিকার: কবির বকুল
শ্রেষ্ঠ শিল্পী: চন্দন সিনহা
শ্রেষ্ঠ সুরকার: কৌশিক হোসেন তাপস
বিশেষ সম্মাননা: শফিক তুহিন
ফোক এবং দ্বৈত শিল্পী
শ্রেষ্ঠ শিল্পী: সাব্বির নাসির
শ্রেষ্ঠ দ্বৈত শিল্পী: হাবিব ওয়াহিদ ও সিঁথি সাহা
শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার: আমজাদ হোসেন বাপ্পি
শ্রেষ্ঠ নবাগত শিল্পী: নুজহাত সাবিহা পুষ্পিতা
শ্রেষ্ঠ প্রযোজনা প্রতিষ্ঠান: টি এম রেকর্ডস