তিন কোটি টাকা পারিশ্রমিক, থাকেন গ্রামের বাড়িতে, যাতায়াত লোকাল ট্রেনে

জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে আবার চর্চায় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। আজ ২৫ এপ্রিল এই গায়কের জন্মদিন। হিন্দি আর বাংলা সিনেমায় প্লেব্যাক করে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। কনসার্টের জন্য ভারতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া গায়কদেরও একজন তিনি। অনেকেই হয়তো জানেন, জনপ্রিয় এই গায়ক সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। জন্মদিনে আজ আবার ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অরিজিতের জীবনের গল্প।
১ / ১০
২০১৪ সালের ঘটনা। অরজিৎ সিংয়ের উঠতি ক্যারিয়ার। অনুষ্ঠান চলছে। সেরা গায়কের পুরস্কার ঘোষণার পর মঞ্চে আসতে বেশ কিছুটা দেরি করেন অরিজিৎ। কারণ, দর্শক আসনে বসে তিনি নাকি ঘুমিয়ে পড়েছিলেন! পরে জানা যায়, সারা রাত জেগে গানের স্টুডিওতে কাজের পর ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পৌঁছেছিলেন অরিজিৎ। সহজ, সরল, সাদাসিধে অরিজিতের পরনে ছিল ক্যাজুয়াল শার্ট, পায়ে হাওয়াই স্যান্ডেল। ঘুমচোখে মঞ্চে ওঠার পর সালমান খান স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রশ্ন করেন, ‘ঘুমিয়ে গিয়েছিলে?’ জবাবে অরিজিৎ সহজভাবে মজা করে বলে বসেন, ‘কী করব? আপনারা ঘুম পাড়িয়ে দিলেন যে!’ তবে সালমানের মনে হয়েছিল, অরিজিৎ তাঁর সঞ্চালনা নিয়ে বাঁকা জবাব দিয়েছেন। আর তাতেই অসম্মানিত বোধ করেছিলেন তিনি। সালমান পাল্টা বলেন, ‘এ রকম গান গাইলে লোকে ঘুমিয়েই যাবে’। এ ঘটনার পরই সালমান আর অরিজিতের মধ্যে দূরত্ব তৈরি হয়
এক্স
২ / ১০
গত বুধবার রাতে অরিজিৎ সিংয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঢোকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি একটি ফ্যানক্লাবের পেজের হ্যান্ডেলে পোস্ট হয়েছে। ভিডিও থেকে
এক্স
৩ / ১০
কয়েক মাস আগে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে কনসার্টে অংশ নেন অরিজিৎ। তবে এ কনসার্টের আগে নেট দুনিয়ায় ভাইরাল হয় একটি ছবি, যেখানে দেখা যায়, কনসার্টে অংশ নিতে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে লোকাল ট্রেনে চেপে বসেছেন অরিজিৎ।
এক্স
৪ / ১০
সব সময় লোকাল ট্রেনে সাধারণ যাত্রীদের মতো যাতায়াত করেন অরিজিৎ। মাস্ক পরা অরিজিৎকে দেখে অনেক সময় যাত্রীরা চিনতে পারেন, আবার অনেক সময় পারেন না
এক্স
৫ / ১০
কেবল লোকাল ট্রেন নয়, চলাচলের ক্ষেত্রে অরিজিতের পছন্দ স্কুটিও। প্রায় সময় একা বা স্ত্রীসহ ক্যামেরাবন্দী হয়েছেন তিনি
এক্স
আরও পড়ুন
৬ / ১০
তারকাসুলভ জীবনযাপন পছন্দ করেন না অরিজিৎ, বরাবর পছন্দ করেন সাধারণ মানুষের মতো থাকতে। এ জন্য হিন্দি সিনেমার শীর্ষ প্লেব্যাক শিল্পীদের একজন হয়েও তিনি মুম্বাইতে থাকেন না। থাকেন নিজের গ্রাম মুর্শিদাবাদের জিয়াগঞ্জে
এক্স
৭ / ১০
অরিজিৎ নিজের সন্তানদের মুম্বাইয়ের স্কুলে ভর্তি করেননি, তারা পড়ে জিয়াগঞ্জে
এক্স
৮ / ১০
ব্যক্তিজীবনে বরাবরই কৃচ্ছ্রসাধনে বিশ্বাসী অরিজিৎ। পশ্চিমবঙ্গের কবি, গীতিকার ও নির্মাতা শ্রীজাত অরিজিতের জীবনযাপনে মুগ্ধ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একবার ও আসার পর শীতাতপ যন্ত্র চালিয়ে দিই। কিন্তু অরিজিৎ সেটা বন্ধ করে ফ্যান চালাতে বলে। ও বলে, এসি চালালে তো অনেক বিল উঠবে’
এক্স
৯ / ১০
. সাধারণ জীবন যাপন করলেও কনসার্টের জন্য কয়েক কোটি পারিশ্রমিক নেন তিনি। শিলিগুড়ির কনসার্টেই নিয়েছেন আড়াই কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি টাকার বেশি)
এক্স
১০ / ১০
অরিজিৎ এ অর্থ নিজের জীবন যাপনের পেছনে নয়, খরচ করেন দাতব্য কাজে। তাঁর অনেক দিনের স্বপ্ন স্কুল করা, সে জন্য অর্থ জমাচ্ছেন তিনি
এক্স