বাবার সঙ্গে রাগ করে তিনি হয়েছিলেন সেরা রক গায়কদের একজন

১ / ১০
তিনি ৪৫ বছর বেঁচে ছিলেন। অল্প বয়সের ক্যারিয়ার। এর মধ্যেই হয়েছিলেন সর্বকালের সেরা রক গায়কের একজন। এখনো রক গায়কের তালিকায় প্রথম দিকে তাঁর নাম থাকে।
ছবি: সংগৃহীত
২ / ১০
স্বাভাবিক আর দশটা মানুষ যেসব শব্দ গলা থেকে সৃষ্টিই করতে পারেন না, এই ক্ষণজন্মা রক গায়ক সেগুলো অনায়াসে গেয়ে যেতেন। তাঁর গানে মাতোয়ারা হতেন দর্শক। দর্শকেরা বলতেন, তাঁর কণ্ঠে মাদকতা রয়েছে, যা তাঁদের আটকে রাখে।
ছবি: সংগৃহীত
৩ / ১০
বিখ্যাত এই গায়কের নাম ফ্রেডি মার্কারি। স্টেজে পারফর্ম করায় সময় তিনি ছিলেন অনবদ্য। হাতের আঙুলের ইশারায় পুরো স্টেডিয়ামভর্তি দর্শককে নিয়ন্ত্রণ করার অসাধারণ ক্ষমতা ছিল তাঁর। তাঁর আগে ও পরে অনেকেই এসেছেন, কিন্তু তাঁর মতো মঞ্চ মাতাতে পেরেছেন আর কে?
ছবি: সংগৃহীত
৪ / ১০
১৯৭৫ সালের কথা। বাবার সঙ্গে রাগারাগি করে নাইট ক্লাবে যান ফ্রেডি। সেদিন ক্লাবে একটি ব্যান্ডের ভোকালিস্ট তাঁর গানের ইতি টানেন। সেদিন ব্যান্ডটির দুই সদস্য ফ্রেডিকে সদস্য হিসেবে তাঁদের দলে নেন। নিজেকে প্রমাণ করার জন্য গান গেয়ে অবাক করে দেন সেই ব্যান্ডের দুজনকে।
ছবি: সংগৃহীত
৫ / ১০
তবে ফ্রেডির বাবা চাইতেন ছেলে ওসব গানবাজনা ছেড়ে আরও বড় কিছু করুক। কিন্তু ছেলে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেন। একসময় ব্রিটেন ছাড়িয়ে সারা বিশ্বের সংগীতপ্রেমীদের কাছে পরিচিতি পেতে শুরু করে তাঁদের কুইন ব্যান্ডের নাম।
ছবি: সংগৃহীত
৬ / ১০
তখন জনপ্রিয়তা ছড়াতে শুরু করেছেন। এর মধ্যে পাগলামি করে বসেন। রেকর্ড কোম্পানির মালিককে বলেন, তাঁরা সর্বকালের সেরা গানটি গাইবেন। এই গানের জন্য আলাদাভাবে সময় নেন। গানটির দৈর্ঘ্য দাঁড়ায় ৬ মিনিট। পরে গানটির এক মিনিটের দৈর্ঘ্য বেশি নিয়ে ভুল-বোঝাবুঝি হয় সেই রেকর্ডমালিকের সঙ্গে। পরে তাঁরা চুক্তি থেকে বেরিয়ে এসে ‘বোহিমিয়ান র‍্যাপসোডি’ মুক্তি দেন। গানটি তুমুল আলোচনার জন্ম দেয়।
ছবি: সংগৃহীত
৭ / ১০
তাঁর ব্যক্তিগত নানা বিষয় নিয়ে ব্যান্ডে তৈরি হয় দ্বন্দ্ব। মানসিকভাবে ভেঙে পড়েন ফ্রেডি। এর মধ্যেই জানতে পারেন তিনি এইডসে আক্রান্ত।
ছবি: সংগৃহীত
৮ / ১০
পরে ১৯৮৫ সালের ১৩ জুলাই ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে লাইভ এইড কনসার্টে ফ্রেডি মার্কারি ও তাঁর ব্যান্ড কুইন পারফরম্যান্স করে। তাদের ২৫ মিনিটের পারফরম্যান্সকে আখ্যায়িত করা হয় ইতিহাসের অন্যতম সেরা লাইভ পারফরম্যান্স হিসেবে। ধারণা করা হয় বিশ্বের সবচেয়ে বেশি মানুষ দেখা কোনো গানের লাইভ।
ছবি: সংগৃহীত
৯ / ১০
মারা গেছেন সেই কবে ১৯৯১ সালে, কিন্তু এখনো তিনি ভক্তদের হৃদয়জুড়েই আছেন। আজ ৫ সেপ্টেম্বর ১৯৭০ ও ১৯৮০-এর দশকজুড়ে বিশ্বসংগীতে ছড়ি ঘোরানো ফ্রেডি মার্কারির জন্মদিন।
ছবি: সংগৃহীত
১০ / ১০
১৯৮৫ সালের ফ্রেডি মার্কারি ২৫ মিনিটের পারফরম্যান্সের আগে জানতেন, এটা দিয়েই শেষ হতে পারে তাঁর জীবন। সেই কথাগুলোই মনে করে দেয় এই গায়কের জীবন নিয়ে নির্মিত অস্কারজয়ী সিনেমা ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’।
ছবি: সংগৃহীত