মিউজিক@ডেস্কে নবনীতা

নবনীতা চৌধুরী
ছবি : জাহিদুল করিম

কাজের ফাঁকে কর্মীদের বিনোদন দিতে প্রথম আলোর নিয়মিত আয়োজন ‘মিউজিক@ডেস্ক’। এই আয়োজনে গাইতে ৪ মে রাজধানীর প্রথম আলো কার্যালয়ে এসেছিলেন নবনীতা চৌধুরী। ধারণকৃত সেই পর্ব আজ রাত ১০টা থেকে প্রথম আলো অনলাইন, ইউটিউব ও ফেসবুক পেজে দেখা যাবে।

লালনের গান দিয়ে সেদিন আসর শুরু করেছিলেন নবনীতা। ‘এমন মানবসমাজ কবে গো সৃজন হবে’ যখন গাইছিলেন, তখন কক্ষজুড়ে ছিল পিনপতন নীরবতা। দ্বিতীয় গানটিও ছিল লালনগীতি—‘সত্য বল সুপথে চল’। এরপর দুটি রবীন্দ্রসংগীত; ‘তোর আপনজনে ছাড়বে তোরে’ ও ‘আমারে কে নিবি ভাই’।

আরও পড়ুন

হাসন রাজার দুটি গান পরিবেশন করেন নবনীতা চৌধুরী—‘হাসন রাজায় কয়’ ও ‘রূপ দেখিলাম রে’। শুরুর মতো শেষটাও করেন লালনগীতি দিয়ে। তিনি যখন ‘জাত গেল জাত গেল বলে’ গাইছিলেন, তাঁর সঙ্গে গাইছিলেন প্রথম আলোর বিভিন্ন বিভাগের কর্মীরাও।

গান শুরুর আগে রবীন্দ্রনাথ ঠাকুর, লালনকে নিয়ে তাঁর কথা, গানের সঙ্গে সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকের ‘একলা’ পথচলার রূপকের প্রয়োগ, আয়োজনটিকে করে তোলে আরও উপভোগ্য।

মিউজিক@ডেস্ক-এর আগের আয়োজনগুলোয় গান শুনিয়ে গেছেন বাপ্পা মজুমদার, রাহুল আনন্দ, হায়দার হোসেন, কৃষ্ণকলি, কনক আদিত্য, ঋতুরাজ বৈদ্য, সায়ান ওয়াহেদ, অদিতি মহসিন।