মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩: গানে মনোনয়নপ্রাপ্ত সেরা আট
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩–এর জানুয়ারি থেকে জুন পর্বের তারকা জরিপের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। পাঠক পত্রিকার কুপন ও অনলাইনে প্রথম আলোর ওয়েবসাইটে গিয়ে প্রিয় তারকা ও তাঁর প্রিয় কাজকে ভোট দিয়েছেন। সাতটি বিভাগের প্রতিটি বিভাগ থেকে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সেরা আট নির্ধারণ করা হয়েছে। প্রতিবারের মতো এবারও নাটক, চলচ্চিত্র, ওয়েব কনটেন্ট ও গানের শিল্পীদের ওপর এই ভোট কার্যক্রম চলেছে। ২০২৩ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত কাজের ওপর এই ভোট নেওয়া হয়েছে।
আগামী পর্বে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কাজের ভোট নেওয়া হবে ২০২৪ সালের জানুয়ারি মাসে। দুই পর্ব থেকে মনোনয়নপ্রাপ্ত কাজগুলো চূড়ান্ত মনোনয়নের জন্য লড়বে।
সেরা গায়িকা
অবন্তী সিঁথি-গা ছুঁয়ে বলো (সুড়ঙ্গ)
আতিয়া আনিশা-জাদুর আয়না
কনা-কলিজা আর জান (সুড়ঙ্গ)
কোনাল-ও প্রিয়তমা (প্রিয়তমা)
জেফার-(ঝুমকা)
নন্দিতা-দাঁড়ালে দুয়ারে
নুসরাত ফারিয়া-বুঝি না তো তাই
স্বরলিপি-হৃদয় দিয়ে (প্রহেলিকা)
সেরা গায়ক
অয়ন চাকলাদার-রঙে রঙে
ইমরান-মেঘের নৌকা (প্রহেলিকা)
এরফান মৃধা শিবলু-কথা কইয়ো না
তানজীব সারোয়ার-গা ছুঁয়ে বলো (সুড়ঙ্গ)
প্রীতম হাসান-দেওরা
বালাম-ও প্রিয়তমা (প্রিয়তমা)
মাহতিম শাকিব-পাখি পাখি মন (উনিশ ২০)
রিয়াদ-ঈশ্বর (প্রিয়তমা)